রোববার অনুষ্ঠিতব্য শেষ ম্যাচে আমলার পরিবর্তে দলে ডাকা হয়েছে আইডেন মার্করামকে। বাংলাদেশের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে ওপেনার হাশিম আমলাকে বিশ্রাম দিয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। আমলার অনুপস্থিতি বাংলাদেশের জন্য স্বস্তিদায়কই বটে! বাংলাদেশের বিপক্ষে দুই টেস্ট সিরিজের দুটিতেই সেঞ্চুরি হাকিয়েছেন ৩৪ বছর বয়সী আমলা। চলমান তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে ১১০ এবং দ্বিতীয় ম্যাচে ৮৫ রান করেছেন এ তারকা ব্যাটসম্যান। দুই টেস্টের সিরিজে ২-০ ব্যবধানে জেতার পর তিন ওয়ানডে সিরিজে ইতোমধ্যেই ২-০ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিক দক্ষি আফ্রিকা। বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ সিরিজে টেস্ট অভিষেক ঘটে ২৩ বছর বয়সী মার্করামের। দুই টেস্টের তিন ইনিংসে তার রান ছিল যথাক্রমে ৯৭, ১৫ এবং ১৪৩। এরপর বাংলাদেশের বিপক্ষে ৫০ ওভারের প্রস্তুতি ম্যাচে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা একাদশের হয়ে ৮২ রানের ঝকঝকে একটি ইনিংস খেলেন এ তরুণ ব্যাটসম্যান। এবার ইস্ট লন্ডনে বাফেলো পার্কে বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ম্যাচে প্রোটিয়াদের হয়ে ওয়ানডে অভিষেক হতে যাচ্ছে এ উদীয়মান তারকার। তথ্যসূত্র: ঢাকাটাইমস এআর/২০:২০/১৯ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2gSfLbE
October 20, 2017 at 02:19AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top