শিলিগুড়ি, ২৫ অক্টোবরঃ বেঙ্গল সাফারিতে এল নতুন অতিথি। এবারে দার্জিলিং চিড়িয়াখানা থেকে নিয়ে আসা হল এশিয়াটিক হিমালয়ান ব্ল্যাক বিয়ার। মঙ্গলবার রাতেই দার্জিলিংয়ের পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্ক থেকে শিলিগুড়ির বেঙ্গল সাফারিতে এসে পৌঁছায় দুটি ব্ল্যাক বিয়ার। জেনিফারের বয়স ১৭ ও ধ্রুবর বয়স ৮ বছর। বর্তমানে ব্ল্যাক বিয়ার দুটিকে খাঁচাবন্দী করে হলেও পরের মাস থেকেই ব্ল্যাক বিয়ার সাফারি শুরু হবে বলে আশা করা হচ্ছে।
ব্ল্যাক বিয়ার দুটিকে আপাতত খাঁচার মধ্যেই দেখভাল করা হচ্ছে। তাদের একবেলা দেওয়া হচ্ছে ভাত, রুটি, ডিম, মাটন সুপ। অপরদিকে, রাতে দেওয়া হচ্ছে বিভিন্ন ফল। যেহেতু ঠান্ডা আবহাওয়ায় থাকতে অভ্যস্ত তাই তাদের জন্য লাগানো হয়েছে বেশ কয়েকটি ফ্যান। প্রয়োজনে কুলারের ব্যবস্থাও করা হবে।
এদিন বেঙ্গল সাফারির ডিরেক্টর অরুণ মুখোপাধ্যায় বলেন, ‘মঙ্গলবার দুটি ব্ল্যাক বিয়ার সাফারি শুরু হবে। আরও চারটি আনার পরিকল্পনা রয়েছে। শীঘ্রই ব্ল্যাক বিয়ার সাফারি শুরু হবে।’
সংবাদদাতাঃ রাহুল মজুমদার
ছবিঃ সূত্রধর
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2yLwZPC
October 25, 2017 at 10:33PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন