বাফেলো পার্ক, ২২ অক্টোবর- ওয়ানডে সিরিজেও টাইগারা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের হারিয়ে খুঁজছে। প্রথম ওয়ানডেতে প্রোটিয়াদের বিপক্ষে ১০ উইকেটে হারের পর দ্বিতীয়টিতেও হেরে সিরিজ হারায় দলটি। লক্ষ্য থাকবে হোয়াইটওয়াশ এড়ানো তবে বাফেলো পার্কে প্রোটিয়াদের বিপক্ষে শেষ ওয়ানডেতে আগে বোলিং করছে টাইগাররা। কিন্তু অধিনায়ক হিসেবে মাইলফলকের ৫০তম ম্যাচে ভাগ্য সহায় হয়নি হেরেছে টস। টাইগারদের বিপক্ষে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ল দক্ষিণ আফ্রিকা। ২০০৮ সালে বেনোনিতে ৩৫৮ রান করেছিল দক্ষিণ আফ্রিকা। ৯ বছর পর নতুন উচ্চতায় উঠল প্রোটিয়ারা। বাফেলো পার্কে ৬ উইকেটে ৩৬৯ রান করেছে ফাফ ডু প্লেসির দল। প্রথম দুই ওয়ানডেতে কোনো উইকেট নেই তাসকিনের। প্রথমটিতে রান দিয়েছে ৬১। দ্বিতীয়টিতে ৭১। তৃতীয় ওয়ানডেতে এসে বল হাতে তাসকিন পেলেন সাফল্য। ৪৭তম ওভারের প্রথম বলে অভিষিক্ত উয়ান মুল্ডারকে এলডব্লিউ করার পর শেষ বলে ফিকোযাওকে উইকেটের পিছনে তালুবন্দি করান। মুল্ডার ২ ও ফিকোযাও ৫ রানে আউট হন। জোড়া সাফল্যে কিছুটা হলেও স্বস্তি পাচ্ছেন তাসকিন আহমেদ। দ্বিতীয় ওয়ানডের মতো ডি ভিলিয়ার্সের ঝড় সামলাতে হলো না বাংলাদেশকে। মাশরাফির দূর্দান্ত ক্যাচে ডি ভিলিয়ার্স সাজঘরে ফিরে ২০ রানে। ১৫ বলে ১ চার ও ১ ছক্কায় ২০ রান করেন ডানহাতি এ ব্যাটসম্যান। রুবেল হোসেনের করা ফুলার লেন্থ বল লং অনে খেলতে চেয়েছিলেন ডি ভিলিয়ার্স। কিন্তু বল ব্যাটে মাঝে লেগে উপরে উঠে যায়। কয়েক ধাপ এগুনোর পর ঝাঁপিয়ে বল তালুবন্দি করেন মাশরাফি বিন মর্তুজা। টাইগারদের বিপক্ষে টেস্ট অভিষেকেই আইডেন মার্করাম পেয়েছিলেন হাফ সেঞ্চুরি (৯৭)। রঙিন জার্সিতেও মার্করামের অভিষেক বাংলাদেশের বিপক্ষে। সাদা পোশাকের পর রঙিন পোশাকেও তার শুরুটা হয়েছে দূর্দান্ত। ডানহাতি এ ব্যাটসম্যান ৪৭ বলে তুলে নিয়েছেন হাফ সেঞ্চুরি। প্রথম ওয়ানডেতে ব্যাটিং পাননি, দ্বিতীয় ওয়ানডেতে খুলতে পারেননি রানের খাতা। রান ক্ষুধায় থাকা ফাফ ডু প্লেসি তৃতীয় ওয়ানডেতে তুলে নিয়েছেন হাফ সেঞ্চুরি। ৪৪ বলে ৪ চার ও ১ ছক্কায় পেয়েছেন ক্যারিয়ারের ২৯তম হাফ সেঞ্চুরির স্বাদ পান তিনি। তবে সেঞ্চুরির খুব কাছাকাছি এসে ফিরে যেতে হল ফাফ ডু প্লেসিকে। কোমড়ে টান লাগায় মাঠ থেকে বেরিয়ে যান দক্ষিণ আফ্রিকার অধিনায়ক। এর আগে উদ্বোধনী জুটি ভাঙলেন মিরাজ হাশিম আমলার পরিবর্তে ওপেনিংয়ে নেমে দারুণ খেলছিলেন টেম্বা বাভুমা। কিন্তু তাকে আটকে দেন মেহেদী হাসান মিরাজ। ৪৮ রানে বাভুমা মিরাজের বলে ক্যাচ দেন লিটনের হাতে। ইনসাইড আউট শট খেলতে গিয়ে লং অনে ক্যাচ দেন বাভুমা। এরপরেই মিরাজের বলে এগিয়ে এসে মারতে গিয়ে বল হাওয়ায় ভাসিয়ে দেন ডি কক। নিজের বোলিংয়ে নিজেই ক্যাচ ধরেন মেহেদী মিরাজ। বাংলাদেশ দল: সৌম্য সরকার, ইমরুল কায়েস, লিটন দাস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা, তাসকিন আহমেদ ও রুবেল হোসেন। দক্ষিণ আফ্রিকা দল: কুইন্টন ডি কক, আইডেন মার্করাম, ফাফ ডু প্লেসি, এবি ডি ভিলিয়ার্স, ফারহান বেহারদিয়েন, টেম্বা বাভুমা, আন্দ্রিলে ফিকোযাও, কাগিসো রাবাদা, ডেন পিটারসন, ইমরান তাহির ও উয়ান মুল্ডার। সংক্ষিপ্ত স্কোর: দক্ষিণ আফ্রিকা ৩৬৯/৬ (৫০ ওভার)। র্টাগেটঃ ৩৭০ ব্যাটিং: কাগিসো রাবাদা (২৩*), ও ফারহান বেহারদিয়েন (৩৩*)।। আউট: টেম্বা বাভুমা (৪৮), কুইন্টন ডি কক (৭৩) মার্করাম (৬৬), এবি ডি ভিলিয়ার্স (২০), উয়ান মুল্ডার (২), আন্দ্রিলে ফিকোযাও (৫)। রিটায়ার্ড হার্ট: ফাফ ডু প্লেসি (৯১)। আর/১৭:১৪/২২ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2ztl9Zu
October 23, 2017 at 12:13AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top