সুরমা টাইমস ডেস্ক :: ছাত্রলীগ কর্মী মিয়াদ হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার অভিযোগে তোফায়েল আহমদ নামে এক যুবককে আটক করেছে সিলেটের শাহপরাণ (র.) থানা পুলিশ। আজ বুধবার ভোরে ঢাকাস্থ শেরেবাংলা নগর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন থাকাবস্থায় তাকে আটক করা হয়।
শাহপরাণ (র.) থানার ওসি আখতার হোসেন তোফায়েল আটকের তথ্য নিশ্চিত করে বলেন, ওমর আলী মিয়াদ হত্যাকাণ্ডে সরাসরি জড়িত তোফায়েল আহতাবস্থায় পালিয়ে ঢাকায় হৃদরোগ হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলো। বর্তমানে সে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন আছে। হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসা শেষে ছাড়পত্র দিলে তাকে সিলেটে নিয়ে আসা হবে।
উল্লেখ্য, নিহত মিয়াদ সিলেটের শহরতলীর বালুচর এলাকার আকুল মিয়ার ছেলে। সে লিডিং ইউনিভার্সিটির আইন বিভাগের ছাত্র ছিল। অন্যদিকে আটক তোফায়েল একই এলাকার বাসিন্দা।
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত সোমবার বিকেল সোয়া ৩টায় নগরীর টিলাগড়ে ছাত্রলীগের রায়হান চৌধুরী গ্রুপের সদস্য তোফায়ল ও হিরণ মাহমুদ নিপু গ্রুপের অনুসারীদের সংঘর্ষ হয়। এতে ছুরিকাঘাতে ওমর আলী মিয়াদ নিহত হন। আহত হন উভয় গ্রুপের কয়েকজন। এ ঘটনার পরপরই পুলিশ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে তোফায়েলের ভাই ফখরুল ইসলামকে আটক করে। তিনি ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ও সিলেট সিটি করপোরেশনের লাইসেন্স শাখায় চাকরি করতেন।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2zvfXFv
October 18, 2017 at 01:13PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন