ওয়াশিংটন, ১৫ অক্টোবরঃ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড (আইএমএফ) জানিয়ে দিল, শক্ত ভিতের ওপরই দাঁড়িয়ে রয়েছে ভারতের অর্থনীতি।
গত মঙ্গলবারই, ওয়ার্ল্ড ইকনমিক আউটলুক রিপোর্ট প্রকাশ করে আইএমএফ জানিয়েছিল, ভারতে আর্থিক বৃদ্ধির গতি স্লথ। এই স্লথ গতির জন্য ভারত সরকারের নোট বাতিল ও জিএসটি চালু করাকেই দায়ী করেছিল আইএমএফ।
তবে, পুরো ১৮০ ডিগ্রী ঘুরে গিয়ে আজ আইএমএফ প্রধান ক্রিস্টিন লাগার্দা ভারতের নোট বাতিল ও জিএসটির প্রশংসায় পঞ্চমুখ হলেন। তাঁর দাবি, অর্থনীতির ক্ষেত্রে এই দুই পদক্ষেপ অত্যন্ত বলিষ্ঠ। তিনি আরও বলেন, নোট বাতিল ও জিএসটি-র ফলে অর্থনীতির গতি যে সাময়িক স্লথ হবে, তা আগে থেকেই জানা ছিল। তবে দীর্ঘমেয়াদী ক্ষেত্রে ভারতের অর্থনীতি শক্ত ভিতের ওপরই দাঁড়িয়ে।
উল্লেখ্য, গত সপ্তাহে প্রকাশিত রিপোর্টে আইএমএফ ২০১৭ সালের জন্য ভারতীয় অর্থনীতির পূর্বাভাসের হার আগের তুলনায় ০.৫ শতাংশ কমিয়ে ৬.৭ শতাংশ করেছিল। ২০১৮ সালের পূর্বাভাস ০.৩ শতাংশ কমিয়ে ৭.১ শতাংশ করেছিল।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2yqUDD5
October 15, 2017 at 10:22PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন