পিয়ংইয়ং, ৯ সেপ্টেম্বরঃ উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন নিজের বোন কিম ইয়ো জং-কে ওয়ার্কাস পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য করলেন। এছাড়াও ঘনিষ্ঠ কয়েকজনকে পদোন্নতি দিয়ে নর্থ কোরিয়ার সরকারে বড় রদবদল আনলেন কিম।
মঙ্গলবার কোরিয়ান ওয়ার্কাস পার্টির প্রতিষ্ঠা বার্ষিকীকে সামনে রেখে পিয়ংইয়ংয়ে এক কনফারেন্সে প্রেসিডেন্ট কিম এই ঘোষণা করলেন। কেন্দ্রীয় কমিটির বিকল্প সদস্য হিসেবে নতুন দায়িত্ব শুরু করবেন কিম ইয়ো জং। এই পর্ষদের সভাপতি প্রেসিডেন্ট কিম। এ বিষয়ে উত্তর কোরিয়া বিশেষজ্ঞ মাইকেল ম্যাডেন বলেন, ইয়ো জংকে নেতৃত্বে আনার মাধ্যমে রাষ্ট্রে কিম পরিবারের কর্তৃত্ব আরও পোক্ত হল।
ইয়ো-জং তার ভাই জং-উনের সঙ্গেই ১৯৯৬ থেকে ২০০০ সাল পর্যন্ত সুইজারল্যান্ডে পড়াশোনা করেন। এরপর তিনি দেশে ফিরে কিম ইল-সং মিলিটারি ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স পড়াশোনা করেন। গত জানুয়ারিতে উত্তর কোরিয়ার যে কয়েকজনকে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের ‘কালো তালিকায়’ অন্তর্ভুক্ত করেছিল, তাদের মধ্যে ছিলেন ইয়ো-জংও।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2kyWnom
October 09, 2017 at 03:00PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন