প্রয়াত প্রফেসর তরিকুল ইসলামের স্মরণে স্মারকগ্রন্থ প্রকাশ

চাঁপাইনবাবগঞ্জে বিশিষ্ট শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ত্ব প্রফেসর তরিকুল ইসলামের বনার্ঢ্য জীবনকথা  ও শুভানুধ্যায়ীদের স্মৃতিচারণ নিয়ে প্রকাশিত স্মারকগ্রন্থ ‘হে বন্ধু হে প্রিয়...’এর প্রকাশনা অনুষ্ঠান হয়েছে।
শনিবার সকালে নবাবগঞ্জ টাউন কাব মিলনায়তনে প্রফেসর তরিকুল ইসলাম স্মরণ পরিষদের আয়োজনে প্রকাশিত বইটির প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. মিজানউদ্দিন।
পরিষদ আহব্বায়ক ও নবাবগঞ্জ সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সুলতানা রাজিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ‘হে বন্ধু হে প্রিয়’ বইটির সম্পাদক ড.মোহাম্মদ আলমগীর, জেলা দূর্নীতি দমন কমিটি সভাপতি ড.সিরাজউদ্দিন, প্রফেসর আব্দুল গণি, মোহাম্মদ শাহআলম, মোহিত কুমার দাঁ, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব মনিম উদ দৌলা চৌধুরী, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সাইদুর রহমান  ওই গ্রন্থের সংকলক ড. আলমগীর স্বপন, প্রফেসর তরিকুল ইসলাম স্মরণ পরিষদের সদস্য সচিব শফিকুল আলম ভোতা, তরিকুল ইসলামের সহধর্মিনী মোসাঃ সাহিদা বেগম, বালুগ্রাম কলেজের সাবেক অধ্যক্ষ সাইদুর রহমান, নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আসলাম কবীর প্রমুখ।
বক্তারা চাঁপাইনবাবগঞ্জ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রয়াত তরিকুল ইসলাম ও তাঁর কর্মের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৪-১০-১৭


from Chapainawabganjnews http://ift.tt/2xFr2lf

October 14, 2017 at 10:32PM
14 Oct 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top