ওয়াশিংটন, ১২ অক্টোবরঃ জাতিসংঘের সাংস্কৃতিক সংস্থা ইউনেসকো-তে ইসরায়েল-বিরোধী পক্ষপাত রয়েছে, এমন অভিযোগ তুলে ইউনেসকো থেকে নিজেদের বেরিয়ে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র।
ইউনেসকোর প্রধান ইরিনা বোকোভা বলেছেন, মার্কিন প্রত্যাহারের এই সিদ্ধান্ত ‘গভীর আক্ষেপের’। তিনি আরও বলেন, আমেরিকার বিদায় ‘জাতিসংঘ পরিবার’ তথা বহুপাক্ষিকতার জন্যই বিরাট একটি ক্ষতি।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইউনেসকোতে আর্থিক ঘাটতি যেভাবে বাড়ছে তা চিন্তার বিষয় এবং এর সংস্কার প্রয়োজন। এর আগে ইউনেসকোর নেওয়া একের পর এক সিদ্ধান্ত মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের তীব্র সমালোচনার মুখে পড়েছিল।
তবে সূত্রের খবর, ইউনেসকো থেকে আমেরিকার প্রত্যাহারের পেছনে শুধু ইসরায়েলকে সমর্থন জানানোই নয়, অর্থ সাশ্রয় করাও এর অন্যতম উদ্দেশ্য বলে মনে করা হচ্ছে।
তবে ইউনেসকো এই মুহুর্তে সংস্থার নতুন প্রধান নির্বাচনের প্রক্রিয়া নিয়ে ব্যস্ত। কাতারের হামাদ বিন আব্দুলাজিজ আল-কাওয়ারি ও ফ্রান্সের অড্রে অজুলে-র মধ্যে কে সংস্থার শীর্ষে আসতে চলেছে তা নিয়ে চলছে হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2g74kfw
October 12, 2017 at 11:50PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন