মস্কো, ২০ অক্টোবরঃ সিক্সথ জেনারেশনের অত্যাধুনিক বোমারু বিমান তৈরির কাজে নেমে পড়ল রাশিয়ান এয়ারফোর্স। রাশিয়ান বিমানবাহিনীর কমান্ডার জানান, অত্যাধুনিক এই বোমারু বিমানের দুটি ভার্সন থাকবে। একটি ভার্সন চালানো হবে পাইলট ছাড়া। তবে, এখনও পর্যন্ত সুখোই টি-৫০ বোমারু বিমান নিয়ে প্রতিনিয়ত পরীক্ষানিরীক্ষা চালিয়ে যাচ্ছে রাশিয়া। এমনকি এখনও পর্যন্ত সুখোই টি-৫০ বোমারু বিমানটিকে রুশ বিমানবাহিনীর কাছে হস্তান্তরও করতে পারেনি। এরই মধ্যে সিক্সথ জেনারেশনের অত্যাধুনিক বিমান তৈরির খবর দিল মস্কো।
রুশ বিমানবাহিনীর কমান্ডার কর্নেল জেনারেল ভিক্তোর বোন্দারেভ জানিয়েছেন, শুধু সিক্সথ জেনারেশন নয়, সেভেন জেনারেশনেরও আরও উন্নত এবং অত্যাধুনিক বোমারু বিমান তৈরির কাজ চলছে। তবে গোপনীয়তার স্বার্থেই তিনি মুখ খুলতে নারাজ। কর্নেল জেনারেল আরও জানিয়েছেন, মানুষের মধ্যে সীমাবদ্ধতা থাকলেও প্রযুক্তি ও যন্ত্রের মধ্যে তা নেই। কাজেই যে কোনও প্রজন্মের যুদ্ধে পাইলটবিহীন বোমারু বিমান কার্যকরভাবে শত্রুকে পরাজিত করতে পারবে। তবে এ বিষয়ে এখনও বিস্তর গবেষণার প্রয়োজন রয়েছে বলেও স্বীকার করে নিয়েছেন ভিক্তোর বোন্দারেভ।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2yDOa7H
October 20, 2017 at 06:37PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন