বেঙ্গালুরু, ৬ সেপ্টেম্বরঃ অবশেষে শর্ত সাপেক্ষে মুক্তি পাচ্ছেন শশীকলা নটরাজন। তবে জামিন নয়, শশীকলার অসুস্থ স্বামীকে দেখার জন্য ৫ দিনের প্যারোলের আবেদন মঞ্জুর করে বেঙ্গালুরু আদালত। শুক্রবার মুক্তি দেওয়া হয়েছে তাঁকে। বৃহস্পতিবার স্বামী এস নটরাজনের অসুস্থতার কারণ দেখিয়ে ইমারজেন্সি আপিল করেন শশীকলা। বেঙ্গলুরু আদালতের তরফে তামিলনাড়ু সরকারের কাছে এবিষয়ে জানতে চাওয়া হয়েছিল। তবে এবিষয়ে কোনো আপত্তি জানায়নি পালানীস্বামী সরকার।
তবে, চেন্নাইতে পরিবারের বাইরের কারও সঙ্গে তিনি সাক্ষাত্ করতে পারবেন না। বাড়িতেই থাকতে হবে তাঁকে। কোনও রাজনৈতিক কাজে যুক্ত হতে পারবেন না তিনি। এমনকি সংবাদমাধ্যমের সামনেও বিবৃতি দিতে পারবেন না।
তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললীতার ছায়াসঙ্গী শশীকলা হিসাব বহির্ভূত সম্পত্তির মামলায় দোষী সাব্যস্ত হয়ে বেঙ্গালুরুতে জেলে ছিলেন। ২৩৩ দিন বাদে ‘চিন্নাম্মা’র মুক্তিতে খুশি শশীকলা সমর্থকরা। শশীকলাকে বাড়ি নিয়ে যেতে সমর্থকদের সঙ্গে নিয়ে বেঙ্গালুরু কেন্দ্রীয় জেলে আসেন তাঁর ভাইপো টিটিভি দিনাকরণ।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2xmf53M
October 06, 2017 at 05:13PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন