সেনা শিবিরে আত্মঘাতী হামলা, নিহত অন্তত ৪৩ অফগান সেনা

কাবুল, ১৯ অক্টোবরঃ আফগানিস্তানের সেনা শিবিরে জঙ্গি হানায় মৃত অন্তত ৪৩ সেনা। বৃহস্পতিবার দক্ষিণ আফগানিস্তানের একটি সেনাঘাঁটিতে আত্মঘাতী হামলা চালানো হয়। এ নিয়ে চলতি সপ্তাহে নিরাপত্তা বাহিনীর উপর তিন বার হামলা হল।

আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, এ দিন সকালে কান্দাহার প্রদেশের মাইওয়ান্ড জেলার চাশমো এলাকায় সেনা জওয়ান ভরতি একটি গাড়িতে আত্মঘাতী হামলা চালায় জঙ্গিরা। ওই হামলায় মৃত্যু হয়েছে অন্তত ৪৩ জন সেনা কর্মীর। পাশাপাশি, ১০ জন গুরুতর জখম এবং নিঁখোজ ৬ জন।

আফগানিস্তানের প্রতিরক্ষামন্ত্রক জানিয়েছে, ওই সেনা শিবিরটি কার্যত নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। মন্ত্রকের মুখপাত্র দৌলত ওয়াজির বলেন, সেনাঘাঁটির গেটের সামনে দুটি গাড়িবোমা বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। সেনাঘাঁটিতে আরও জঙ্গি রয়েছে কি না তার খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

তালিবান এই হামলার দায় স্বীকার করেছে।

উল্লেখ্য, গত মঙ্গলবারই আফগানিস্তানে একের পর এক পুলিশ ও সরকারি অফিসে আত্মঘাতী হামলা চালায় তালিবান। এতে ৭৪ জনের মৃত্যু হয়ছে বলে সরকারি সূত্রে খবর।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2zkLucm

October 19, 2017 at 06:17PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top