বর্তমান সময়ে সেরা ব্যাটসম্যান ভারতের অধিনায়ক বিরাট কোহলি। অনেকেই মনে করেন, কোহলিই পারবেন শচিন টেন্ডুলকারের সব রেকর্ড ভেঙে দিতে। অথচ সেই কোহলিই নিজেকে পর্তুগাল ও রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ভাবেন! অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শেষ করেই কোহলি নামতে যাচ্ছেন ফুটবলের মাঠে। কি অবাক হচ্ছেন? হ্যাঁ ১৫ অক্টোবর অনুষ্ঠিত হবে সেলিব্রিটি ক্ল্যাসিকো নামে একটি ম্যাচ। সেখানে বলিউডের তারকাদের বিরুদ্ধে মাঠে নামবে কোহলির দল। অল হার্ট এফসি নামে দলের নেতৃত্ব দেবেন বিরাট। আর অল স্টার এফ সির নেতৃত্ব দেবেন বলিউডের তারকা অভিনেতা রণবীর কাপুর। এই ম্যাচকে সামনে রেখেই বিরাট বলেন, একজন জানতে চেয়েছে, ফিফা যদি আমাকে রেটিং দিত, তা হলে কত নম্বরে রাখত? মনে হয় ৯৮। তার থেকে কম নম্বরে মোটেই নয়। আমি শুটিংয়ে ভালো। আমার ডান পা ভালো চলে, বাঁ পাও ভালোই। তাই আমি নিজেকে একজন ভালো ফুটবলার মনে করি। মনে মনে তো তাই নিজেকে রোনালদো মনে হয়। ম্যাচের পরিকল্পনায় ২৮ বছর বয়সী কোহলি বলেন, বাদিকের উইং থেকে আমার কাজ হবে বলটা ঠিক জায়গায়, ঠিক লোককে দেওয়া। এম এস (ধোনি) থাকবে ডানদিকের উইংয়ে। ওর গতি আছে। প্রয়োজনে সেন্টার ফরোয়ার্ডের ভূমিকাও নিতে পারে সে। এই ম্যাচে স্টাইল নয়, শক্তিই আসল। যে দলের সেটা থাকবে, বাজিমাত তারাই করবে। তথ্যসূত্র: গো নিউজ ২৪ আরএস/১০:১০/১৪ অক্টোবর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2ghTs1N
October 14, 2017 at 09:39PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন