মুম্বাই, ১৬ অক্টোবর- টিন্ডার আন্টি হিসেবে পরিচিত ভারতের অভিনেত্রী-কমেডিয়ান মল্লিকা দুয়া জনপ্রিয় মুখ। সম্প্রতি তিনি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে জানান, তার যখন ৭ বছর বয়স ছিল তখন তিনিও যৌন হেনস্থার শিকার হয়েছেন। তিনি লেখেন- আমিওআমি নিজের গাড়িতে বসেছিলাম। আমার মা গাড়ি চালাচ্ছিলেন। তখন এক ব্যক্তি আমার সঙ্গে পিছনের সিটে বসেছিলেন। আর সারা রাস্তা তার হাত আমার স্কার্টে ছিল। আমি মাত্র ৭ বছরের ছিলাম এবং আমার বোন ছিলেন ১১বছরের। সেই ব্যক্তির একটা হাত আমার স্কার্টের ভিতরে আর একটা হাত দিদির পিঠে ছিল। আমার বাবা সে সময় অন্য গাড়িতে ছিলেন, কিন্তু বাবা তাকে হাতেনাতে ধরে বেধড়ক পিটিয়েছিল। এদিকে কিছু দিন আগেই উবের ড্রাইভারের বিরুদ্ধেও শ্লীলতাহানির অভিযোগ আনলেন বিখ্যাত এই অভিনেত্রী নিজের ফেসবুকে সেদিনের পুরো অভিজ্ঞতাটি বর্ণনা করেন তিনি। জানিয়েছেন, কী ভাবে তাকে অশ্রাব্য ভাষায় গালাগাল দেয় ওই চালক। গাড়ি থেকেও নেমে যেতে বলেন তাকে। মল্লিকা রাজি হননি। এর পরই ওই চালক এলোমেলো গাড়ি চালাতে থাকেন বলে অভিযোগ করেছেন মল্লিকা। ফেসবুকের পোস্ট থেকে জানা যাচ্ছে, সম্প্রতি উবেরে করে যাওয়ার সময়ে তিনি গাড়ির চালককে গাড়ির এসিটা বাড়াতে বলেন। তাতেই ভয়ঙ্কর রেগে যায় ওই চালক। সঙ্গে সঙ্গে সে খারাপ আচরণ করতে শুরু করে মল্লিকার সঙ্গে। তর্ক একসময় তুমুল উত্তেজনা ছড়াতে তাকে। এর পর মল্লিকাকে কুৎসিত ভাষায় গালাগাল দিতে থাকে চালকটি। হতভম্ব হয়ে যান মল্লিকা। তিনি গাড়ি থামাতে বললে গালাগালির মাত্রা আরও বাড়াতে থাকে ওই চালক। তথ্যসূত্র: বিডি প্রতিদিন এআর/২১:২৮/১৬ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2ysKnKp
October 17, 2017 at 03:25AM
16 Oct 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top