কুমিল্লার প্রবাসীদের জন্য সু-খবর

নিজস্ব প্রতিবেদক ● সারা দেশের তুলনায় কুমিল্লা জেলার প্রবাসী সংখ্যা অনেক বেশি। জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস সূত্রে জানা যায়, সরকারি হিসাব মতে কুমিল্লা সর্বাধিক প্রবাসীর জেলা হিসাবে চিহ্নিত হয়েছে। বিগত ১০ বছরে কুমিল্লা থেকে বিদেশ পাড়ি দিয়েছেন ৬ লাখ ৯৮ হাজার ২৫৪ জন যা মোট প্রবাসীর শতকরা ১১ ভাগেরও বেশি। প্রবাসীর সংখ্যা কুমিল্লা জেলায় বেশি হওয়ায় স্বাভাবিক কারণে এ জেলায় রেমিটেন্সের পরিমাণও সারাদেশের সবকটি জেলার চেয়ে অনেক বেশি।

তবে গত কয়েকদিনে প্রবাসীদের জন্য কয়েকটি ভালো সংবাদ এসেছে। সর্বশেষ প্রবাসীদের বাড়ি বানাতে মাত্র ৯ শতাংশ সুদে ঋণ দেওয়ার ঘোষণা দিয়েছে একটি রাষ্ট্রীয় ব্যাংক। সম্প্রতি নিউইয়র্কে জ্যাকসন হাইটসের বেলাজিনো পার্টি সেন্টারে ‘বাংলাদেশে অর্থ প্রেরণে প্রবাসীদের ভূমিকা’ শীর্ষক সেমিনারে এ ঘোষণা দেন রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আতাউর রহমান প্রধান।

সোমবার রূপালী ব্যাংক সূত্রে এ তথ্যের সত্যতা নিশ্চিত হওয়া গেছে। এ প্রকল্পের আওতায় একেকজন প্রবাসীকে সর্বোচ্চ দুই কোটি টাকা পর্যন্ত ঋণ দেয়া হবে।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জানান, ঢাকাসহ বিভাগীয় শহরে অ্যাপার্টমেন্ট কিনতে ও নিজ জমিতে অ্যাপার্টমেন্ট তৈরির জন্য এ ঋণ প্রকল্প চালু করা হয়েছে। তিনি বলেন, ‘আবেদনকারী প্রবাসীকে ৩০ শতাংশ ব্যয় করতে হবে, ব্যাংক ঋণ দেবে ৭০ শতাংশ।’

ঋণের আবেদনপত্রে নিজের পাসপোর্ট ও কর্মক্ষেত্রের প্রত্যয়নপত্র অথবা ট্যাক্স দেয়ার কপি দিতে হবে। বাংলাদেশের একজন গ্যারান্টারও লাগবে। এ প্রক্রিয়া দ্রুত চালু করতে রূপালী ব্যাংকের সদর দফতরে ‘প্রবাসী হেলপ ডেস্ক’ চালু করা হচ্ছে বলেও জানান আতাউর রহমান।

এর আগে যুক্তরাজ্যে সোনালী এক্সচেঞ্জে সাড়ে তিন বছর দায়িত্ব পালন করা আতাউর রহমান আরো বলেন, ‘স্বদেশে ছোট-বড়-মাঝারি শিল্প-কারখানার জন্যও রূপালী ব্যাংক প্রবাসীদের ঋণ দিচ্ছে ওই একই বিধিতে, অর্থাৎ ৩০ শতাংশ বিনিয়োগের পর ৭০ শতাংশ দিচ্ছে রূপালী ব্যাংক। ইতোমধ্যে অনেক প্রবাসী সে সুযোগ নিচ্ছে।’

এদিকে প্রবাসীদের জন্য আরেকটি ভালো সংবাদ হচ্ছে, দেশে রেমিটেন্স পাঠাতে এখন থেকে প্রবাসীদের আর কোনো খরচ দিতে হবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, “প্রবাসী আয়ের প্রবাহ বাড়াতে আমরা রেমিটেন্স প্রেরণের ওপর কোনো চার্জ রাখব না। কোনো পয়সা খরচ ছাড়াই বিদেশে বসবাসরত প্রবাসীরা যেন দেশে রেমিটেন্স পাঠাতে পারেন, আমরা সেই ব্যবস্থা করব। ইতোমধ্যে প্রধানমন্ত্রী এ ব্যাপারে পদক্ষেপ নিতে আমাদের নির্দেশনা দিয়েছেন।”

শনিবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে অর্থনৈতিক সংবাদাতাদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সঙ্গে এক প্রাক-বাজেট সভায় অর্থমন্ত্রী এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, “মধ্যপ্রাচ্যে যুদ্ধসহ নানা পরিস্থিতির কারণে সেখানকার বাংলাদেশিদের আয় কমে গেছে। এ ছাড়া প্রবাসীরা যেখানে আছেন, সেখানেও তাদের সঞ্চয়ের একটা অংশ এখন রাখছেন।” এসব কারণে সাম্প্রতিক সময়ে প্রবাসী আয় কিছুটা কমে গেছে বলে তিনি মন্তব্য করেন।

প্রবাসী বেশি হওয়ায় এ সুবিধাগুলোর বেশি সুফল পাবে কুমিল্লার মানুষ। তবে এ প্রসঙ্গে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস জানায়, জেলা পর্যায়ে রেমিটেন্সের আলাদা কোনো হিসাব না থাকায় এর সঠিক তথ্য দেয়া যাচ্ছে না। তবে এ কথা সত্য কুমিল্লা জেলার প্রবাসীর সংখ্যা সর্বোচ্চ হওয়ার কারণে রেমিটেন্সের পরিমাণও সর্বোচ্চ পর্যায়ে রয়েছে।

The post কুমিল্লার প্রবাসীদের জন্য সু-খবর appeared first on Comillar Barta.



from Comillar Barta http://ift.tt/2xIHVLQ

October 16, 2017 at 07:37PM
16 Oct 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top