যুবভারতীতে হাইভোল্টেজ সেমিফাইনাল, ভিলেন বৃষ্টি

কলকাতা, ২৫ অক্টোবরঃ আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরই ফের একবার ব্রাজিল বনাম ইংল্যান্ড ম্যাচের সাক্ষী হতে চলেছে কলকাতার ফুটবলপ্রেমী দর্শক। বিকেল ৫ টায় ব্রাজিল, ইংল্যান্ডের মধ্যে প্রথম সেমিফাইনাল। তার আগে বৃষ্টিতে আয়োজক কমিটির কপালে ভাঁজ পড়লেও মাঠ নিয়ে নিশ্চয়তা দিচ্ছে তারা। খেলার মধ্যে বৃষ্টি হলেও মাঠ ঠিকই থাকবে বলে তাদের দাবি। শনিবারই যুবভারতীতে বিশ্বকাপের ফাইনাল এবং তৃতীয়, চতুর্থ স্থান নির্ণায়ক ম্যাচ। তার আগে ভেজা মাঠে ৯০ মিনিট খেলা হলে মাঠের উপর অল্প হলেও প্রভাব পড়বে তা নিশ্চিত।

কলকাতার মাঠে গ্রুপ পর্বের সবকটি ম্যাচ খেলেছে ইংল্যান্ড, খেলেছে প্রি-কোয়ার্টার ফাইনালের ম্যাচও। কার্যত এবারের অনুর্ধ্ব-১৭ বিশ্বকাপে যুবভারতী ব্রিটিশ বাহিনীর হোম গ্রাউন্ড হয়ে উঠেছে। অন্যদিকে কোয়ার্টার ফাইনালে ব্রাজিল বুঝতে পেরে গেছে কলকাতা তাঁদের কাছে দ্বিতীয় মারাকানা। ফলে সেমিফাইনালের আগে মাঠ চেনার ক্ষেত্রে ব্রাজিল ইংল্যান্ডের থেকে এক ইঞ্চি পিছিয়ে থাকলেও জন সমর্থনের দিক থেকে কয়েক মাইল এগিয়ে ব্রাজিল।

তবে এই ধরনের ম্যাচে কোনও পরিসংখ্যান, কোনও ফেভারিট তকমা কিছুই কাজে লাগে না তা জানেন দুই দলের থিংক ট্যাংকই। তাই দলের ফুটবলারদেরও তাঁরা বুঝিয়ে দিয়েছেন এই ম্যাচে স্কিল যতটা কাজে লাগবে, ঠিক ততটাই কাজে লাগবে নার্ভ ধরে রাখার দক্ষতাও।

অন্যদিকে, আজ রাত ৮ টায় এবারের অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে স্পেন এবং মালি। দ্বিতীয় সেমিফাইনাল হবে নবি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে। বিশ্ব ফুটবলে বেশ কয়েক বছর দাপট দেখিয়েছে স্পেন। কিন্তু, স্পেনের ছোটোরা কখনও অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে চ্যাম্পিয়ন হতে পারেনি। এবার স্প্যানিশদের সামনে সেই সুযোগ রয়েছে। তবে, হারাতে হবে মালিকে। যারা কিনা এবারের প্রতিযোগিতার শুরু থেকেই একের পর এক চমক দিয়ে চলেছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2i1XKXW

October 25, 2017 at 04:13PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top