মুম্বাই, ১৪ অক্টোবর- বলিউডের তুখোড় অভিনেত্রী বিদ্যা বালন বেগম জান-এর পর তুমহারি সুলু দিয়ে আবারও দর্শক মাতাতে আসছেন । পরিণীতা, ভুলভুলাইয়া, ডার্টি পিকচার, কাহানি ও সর্বশেষ বেগমজান-এ প্রশংসিত হয়েছে বিদ্যার অনবদ্য অভিনয়। সিনেমা হিট হোক বা ফ্লপ, বিদ্যার অভিনয়-বিদ্যা নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ রাখেন না তিনি! এবারে সুরেশ ত্রিবেনীর তুমহারি সুলু দিয়ে একই সঙ্গে দর্শক ও সমালোচক দুপক্ষেরই মনোযোগ কাড়বেন এ প্রতিভাবান বলিউড অভিনেত্রী- এমনটাই আশা করছেন সবাই। ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, সর্বশেষ বিদ্যার দুই ছবি কাহানি টু ও বেগমজান দিয়ে বক্সঅফিস কাঁপাতে না পারলেও অভিনয় দিয়ে সমালোচকদের দৃষ্টি কাড়তে সক্ষম হয়েছে তিনি। তারই ধারাবাহিকতায় নতুন ছবিতে অনবদ্য এক বিদ্যাকে দেখতে পাবেন দর্শক! ট্রেইলারে এক সাধারণ গৃহবধূ থেকে রেডিও জকি হিসেবে চমক ছড়ানো সুলোচনা নামের এক নারীর গল্প বলা হয়েছে। এতে সুলোচনা বা সুলুর চরিত্রে দেখা গেছে বিদ্যাকে। রেডিও স্টেশনের প্রযোজকের মুখে শাড়িওয়ালি ভাবি ইন লেট নাইট শো উক্তিটি দিয়েই বোঝা যাবে কি হতে যাচ্ছে এ ছবির মূল পাঞ্চলাইন! তুমহারি সুলুতে বিদ্যার স্বামীর চরিত্রে অভিনয় করেছেন মানব কাউল, রেডিও স্টেশনের প্রযোজকের ভূমিকায় নেহা ধুপিয়া ও সুলুর সহকর্মীর ভূমিকায় অভিনয় করেছেন মুম্বাইয়ের জনপ্রিয় আরজে মালিশকা। ১৭ নভেম্বর মুক্তি পেতে চলেছে এ ছবিটি। সূত্রঃ বিডিনিউজ২৪.কম আর/০৭:১৪/১৪ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2ykFhxv
October 15, 2017 at 05:56AM
15 Oct 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top