হজ থেকে ফিরে কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় হাজী নিহত

নিজস্ব প্রতিবেদক ● হজ পালন শেষে দেশে ফিরে প্রাইভেটারযোগে বাড়ি যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় দ্বীন মোহাম্মদ (৭০) নামে এক হাজী নিহত হয়েছেন। আহত হয়েছেন তার ছেলে আবুল খায়েরসহ ২জন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার পদুয়া রাস্তার মাথায় শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দ্বীন মোহাম্মদ নোয়াখালীর সেনবাগ উপজেলার বালিয়া গ্রামের বাসিন্দা।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দ্বীন মোহাম্মদ দেশে ফিরে ঢাকা থেকে প্রাইভেটকারযোগে বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে চৌদ্দগ্রাম উপজেলার পদুয়া রাস্তার মাথায় পৌঁছার পর প্রাইভেটকারটিকে তিশা পরিবহনের একটি বাস পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

চৌদ্দগ্রামের মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মীর কাশেম জানান, দ্বীন মোহাম্মদকে পার্শ্ববর্তী ফেনী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাস ও প্রাইভেটকারটি আটক করে পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

The post হজ থেকে ফিরে কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় হাজী নিহত appeared first on Comillar Barta.



from Comillar Barta http://ift.tt/2xmM3kf

October 06, 2017 at 07:17PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top