মুম্বই, ২৪ অক্টোবরঃ প্রাক্তন আইপিএস সঞ্জীব ভট্ট কিছু দিন আগে বিসিসিআই-এর দল নির্বাচন পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে টুইট করেছিলেন। ভারতীয় ক্রিকেট দলে মুসলিম ক্রিকোরদের কেন নেওয়া হচ্ছে না বলে প্রশ্ন তুলেছিলেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় সঞ্জীব ভট্ট প্রশ্ন করেন, এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট দলে কি কোনও মুসলিম ক্রিকেটার রয়েছেন? মুসলিমরা কি ক্রিকেট খেলা ছেড়ে দিয়েছে।
জবাবে ভাজ্জি ট্যুইট করে বলেন, হিন্দু, মুসলিম, শিখ ও ক্রিশ্চান সকলেই এক। ক্রিকেট টিমের প্রতিটি খেলোয়ার ভারতীয়, এখানে জাত বা ধর্ম আসা উচিত নয়। এই ভারতীয় দলে খেলেছেন পতৌদি থেকে শুরু করে মহম্মদ কাইফ, খেলছেন মহম্মদ শামি থেকে শুরু করে সদ্য সুযোগ পাওয়া মহম্মদ সিরাজও। সঞ্জীবের প্রশ্নের যে কোনও বাস্তব ভিত্তি নেই, ভাজ্জি সে কথাও বুঝিয়ে দিয়েছেন।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2yKB08t
October 24, 2017 at 05:46PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন