বহরমপুর, ২৮ অক্টোবরঃ নাবালিকার বিয়ে রুখতে গিয়ে ক্ষোভের মুখে পড়তে হল প্রশাসনকে। মেয়ের বাড়ি থেকে প্রশাসনিক কর্তাদের ঘেরাও করে দীর্ঘ সময় বিক্ষোভ দেখায় এলাকাবাসী। শনিবার দুপুরে বহরমপুরে খাগড়ার বড় মসজিদ এলাকার ঘটনা। শেষে সিদ্ধান্ত হয়, মেয়ের বাড়ি থেকে সমস্ত সাক্ষ্য-প্রমাণ নিয়ে সোমবার সরকারি দপ্তরে হাজির হবে। তবে বিয়ের দিন ধার্য হয়েছে রবিবার। চাইল্ড লাইনের এক সদস্য জানান, বিষয়টি জানানো হবে উচ্চপদস্থ কর্তৃপক্ষকে।
এদিকে নাবালিকার বিয়ের আগাম খবর জানতে পেরে শনিবার দুপুরে মেয়ের বাড়িতে হাজির হয় চাইল্ড লাইনের সদস্য ও পুলিশ কর্মীরা। পরিবারের সদস্যদের বোঝানোর চেষ্টা করলেও তা মানতে রাজি হননি কেউই। পরিবারের পক্ষ থেকে সাফ জানানো হয়, মুসলিম প্রথা অনুযায়ী ১২ বছরের পর মেয়ের বিয়ে দেওয়া যায়। এছাড়া মেয়ের বয়সের প্রমাণপত্র হারিয়ে গিয়েছে। অন্যদিকে সুপাত্র কোনোভাবেই হাতছাড়া করতে নারাজ মেয়ের পরিবারের লোকজন। তাই মেয়ের বিয়ে দিতে বদ্ধপরিকর মেয়ের পরিবার।
এদিন সন্ধ্যায় বহরমপুর থানার আইসি শৈলেন্দ্র বিশ্বাস নিজে মেয়ের বাড়ি গিয়ে বিয়ে বন্ধ করেন। নিজেদের ভুল স্বীকার করে নেয় মেয়ের বাড়ি। মেয়ের বাবা ফিরোজ শেখ ও মা আলপনা বিবির কাছ থেকে মুচলেকা নেওয়া হয় ১৮ বছরের পরেই মেয়ের বিয়ে দেবেন তারা। অবশেষে নাবালিকার বিয়ে রুখতে সমর্থ হল প্রশাসন।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2iGbGLn
October 28, 2017 at 08:09PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন