রায়গঞ্জ, ৩০ অক্টোবরঃ বেআইনি আগ্নেয়াস্ত্র চোরাচালানকারীদের বিরুদ্ধে বড় সাফল্য পেল রায়গঞ্জ থানার পুলিশ ও ক্রাইম ব্রাঞ্চ। গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে এক বেআইনি অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করল পুলিশ। রবিবার রাতে রায়গঞ্জের ভাটোল এলাকা থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। ধৃতের নাম মহম্মদ আজাহার উদ্দীন। ধৃতের কাছ থেকে চারটি আগ্নেয়াস্ত্র এবং ১৮ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। আজ ধৃতকে রায়গঞ্জ জেলা আদালতে তোলা হলে বিচারক তাকে ৫দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।
পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরে রায়গঞ্জে বেশ কয়েকটি এলাকায় বেআইনি আগ্নেয়াস্ত্র কেনা-বেচার চক্র সক্রিয় হয়ে উঠছিল বলে খবর আসে পুলিশের কাছে। সূত্র মারফত খবর পেয়ে গতকাল রাতে রায়গঞ্জ থানার ভাটোল হাট এলাকায় একটি গোপন ডেরায় হানা দেয় ক্রাইম ব্রাঞ্চ ও পুলিশের একটি বিশেষ দল। কয়েকজন পালিয়ে গেলেও পুলিশের হাতে ধরা পড়ে যায় অস্ত্র পাচার চক্রের এক পান্ডা। শুরু হয় জিজ্ঞাসাবাদ। পুলিশ জানিয়েছে, তিন মাসে সাতশো পিস্তল কেনা-বেচা হয়েছে। এই চক্রের সঙ্গে জড়িত বাকিদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
ছবি ও সংবাদদাতাঃ বিশ্বজিৎ সরকার
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2gVGuHm
October 30, 2017 at 07:55PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন