চালসা, ৩ অক্টোবরঃ জঙ্গল থেকে অবৈধভাবে সেগুন গাছের গুড়ি কেটে সাইকেলে করে নিয়ে যাচ্ছিল চোরাকারবারীরা। সেইসময় বনকর্মীদের দেখে কাঠ ও সাইকেল ফেলে পালিয়ে যায় তারা। গতকাল সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে মেটেলি ব্লকের বাতাবাড়ী চা বাগানের ১৯ নম্বর সেকশনে। জানা গিয়েছে, পানঝোরা জঙ্গল থেকে বড়ো সেগুন গাছের ছ’টি গুড়ি তিনটি সাইকেলে করে বাতাবাড়ী চা বাগান হয়ে যাচ্ছিল প্রায় ৬ জন চোরাকারবারী। ওই এলাকায় টহলদারি দেওয়া সময় বিষয়টি নজরে আসে খড়িয়ার বন্দর বিটের বনকর্মীদের। এরপর বিট অফিসার হরিপদ শীলের নেতৃত্বে কাঠ চোরদের তাড়া করে। কিন্তু কাঠ ও সাইকেল ফেলে পালিয়ে যায় তারা। পরে কাঠ ও তিনটি সাইকেল বনকর্মীরা খড়িয়ার বন্দর বিট অফিস নিয়ে আসেন।
বিট অফিসার হরিপদ শীল বলেন, ‘উদ্ধার হওয়া কাঠগুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় ৫০ হাজার টাকা। তিনটি সাইকেলও আটক করা হয়েছে।’
ছবি ও সংবাদদাতাঃ রহিদুল ইসলাম
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2fOCojP
October 03, 2017 at 01:36PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন