ইতিহাস গড়ে রাশিয়া বিশ্বকাপের যোগ্যতা অর্জন করল আইসল্যান্ড

রেইকিয়াভিক, ১০ অক্টোবরঃ ফুটবলের সবচেয়ে বড় আসর বিশ্বকাপের যোগ্যতা অর্জন করে নিল আইসল্যান্ড। সোমবার কোসাভোকে ২-০ ব্যবধানে হারিয়ে ২০১৮ রাশিয়া বিশ্বকাপের জন্য ছাড়পত্র আদায় করে ফেলল তিন লক্ষ তিরিশ হাজার জনসংখ্যার এই দেশ।

কঠিন প্রতিকূলতার মধ্যে ফুটবল খেলতে হয় আইসল্যান্ড ফুটবলারদের। গত বছর ফ্রান্সে আয়োজিত ইউরো কাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে সবাইকে চমকে দিয়েছিল এই দেশ। এ বার সবচেয়ে কম জনসংখ্যার দেশ হিসেবে বিশ্বকাপের যোগ্যতা অর্জন করল আইসল্যান্ড। এর আগে দশ লক্ষ জনসংখ্যার ত্রিনিদাদ টোবাগোই সবচেয়ে কম জনসংখ্যার দেশ হিসেবে ২০০৬ সালে ফুটবল বিশ্বকাপ খেলেছে।

আয়তন এবং জনগণ দু’দিক দিয়েই ফুটবল খেলা দেশগুলির মধ্য আইসল্যান্ড সবচেয়ে ছোট। তারাই এবার বিশ্বকাপের আসরে শক্তিশালী দলগুলিকে জোড় টক্কর দেওয়ার আশা জাগাচ্ছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2yUg4JC

October 10, 2017 at 05:21PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top