ঐতিহাসিক তেভাগা আন্দোলনের কিংবদন্তি নেত্রী ইলা মিত্রের ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে নানা কর্মসুচি মধ্যদিয়ে শুক্রবার ঐতিহাসিক তেভাগা আন্দোলনের কিংবদন্তি নেত্রী ইলা মিত্রের ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
সকালে নাচোলের নেজামপুর কেন্দুয়া পঞ্চানন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্মরণ সভার আয়োজন করা হয়। রানী ইলা মিত্র সংসদের সভাপতি শ্রী বিধান সিং-এর সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অথিতির বক্তব্য রাখেন চাঁপাইনবাবঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান মইনুদ্দীন মন্ডল। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস, সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমান, নাচোল উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শামশুল আলম, নাচোল সরকারী কলেজের সহকারী অধ্যাপক আল্লামা আকবর, থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী জুবায়ের আহম্মেদ, জেলা পরিষদের সদস্য রয়েল বিশ্বাস, জাতীয় আদিবাসী পরিষদেও কেন্দ্রীয় সভাপতি রবীন্দ্রনাথ সরেন, নারী নেত্রী মর্জিনা।
বক্তারা, নাচোলের কৃষক আন্দোলনের নেত্রী ইলা মিত্রের সংগ্রামী জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। পরে কাঙ্গালি ভোজ অনুষ্ঠিত হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, নাচোল/ ১৩-১০-১৭


from Chapainawabganjnews http://ift.tt/2gBxvrH

October 13, 2017 at 05:49PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top