মাদ্রিদ, ২৭ অক্টোবরঃ স্পেন থেকে আলাদা হয়ে নিজেদের স্বাধীন ঘোষণা করল ক্যাটালোনিয়া। ক্যাটালান পার্লামেন্টের তরফে এই ঘোষণা করা হয়েছে।
স্পেন থেকে আলাদা হওয়ার জন্য ক্যাটালোনিয়ার আঞ্চলিক সরকার ভোট করে। জানা গিয়েছে স্বাধীনতার পক্ষে ৭০ জন ক্যাটালান ডেপুটি ভোট দেন। বিপক্ষে ভোট পড়ে ১০টি এবং ২টি ব্যালট বাতিল বলে ঘোষণা করা হয়।
এতদিন ক্যাটালোনিয়ায়া স্বায়ত্তশাসন চলছিল। স্বাধীনতার দাবিতে ক্যাটালনদের আন্দোলন দীর্ঘদিনের। যদিও স্পেন সরকার এর বিরোধিতা করে আসছে। গতমাসে সেখানে গণভোট অনুষ্ঠিত হয়।
স্প্যানিশ সংবিধানের ১৫৫ নম্বর ধারা অনুযায়ী, সেখানকার কোনও অঞ্চলে সংকট উপস্থিত হলে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে। এই সংবিধান বলেই ক্যাটালোনিয়ার পুলিশ, অর্থনীতি ও সংবাদমাধ্যম নিয়ন্ত্রণ করতে পারে স্পেন সরকার।
নির্বাচনের ফলপ্রকাশের পর স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাখয় টুইট করে শান্তি বজায় রাখার জন্য অনুরোধ করেন। যদি শুক্রবার সেনেট ভোট করে ফের একবার ক্যাটালোনিয়ার দখল না নেয় স্পেন তাহলে প্রথমবারের জন্য স্বয়ংশাসিত অঞ্চলে এমনটা করবে। ক্যাটালোনিয়া ছাড়াও আরও ১৬টি এমন স্বয়ংশাসিত অঞ্চল রয়েছে স্পেনে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2ln1Izl
October 27, 2017 at 10:20PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন