বন্ধ হয়ে যাচ্ছে মোনার্ক এয়ারলাইন্স

লন্ডন, ৪ সেপ্টেম্বরঃ বন্ধ হয়ে যাচ্ছে ব্রিটেনের বেশ নামজাদা বিমান সংস্থা মোনার্ক এয়ারলাইন্স। ব্যাপক লোকসানের বোঝা সামলাতে না পেরে নিজেদের ব্যবসা বন্ধ করে দিতে চলেছে ব্রিটেনের এই বিমান সংস্থা। সোমবার থেকেই এই পরিসেবা বন্ধ হয়ে যাওয়াতে বিপদে পড়ে গিয়েছেন প্রায় ১ লক্ষ ১০ হাজার যাত্রী। সংকটের মুখে প্রায় ২০০০ কর্মী। যাত্রীদের দেশে ফেরাতে বিশেষ উদ্যোগ নিয়েছে ব্রিটিশ সরকার।

বিবিসি রিপোর্ট অনুযায়ী, মোনার্ক এয়ারলাইন্সের যাত্রীদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে ব্রিটিশ সরকারের প্রায় ৬০ মিলিয়ন পাউন্ড, যা ভারতীয় মূল্যে ৫২০ কোটি টাকা খরচ হতে চলেছে।

এই বিমান সংস্থা বন্ধ হয়ে যাওয়ার পেছনে মূল কারণ হিসেবে দেখিয়েছে, ইজিপ্ট এবং টিউনিশিয়াতে সন্ত্রাসবাদী আক্রমণ। এছাড়া প্রতিদ্বন্দ্বী বিমান সংস্থা রায়ান এয়ার এবং ইজি জেটের বিমান টিকিটের দাম কমানোর প্রতিযোগীতায় নেমে মোনার্ক এখন দেইলিয়া। ফলে এখন নিয়ম অনুযায়ী আইনের আওতায় তা সরকারের হাতে চলে যাচ্ছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2xgaeks

October 04, 2017 at 12:56PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top