তাজমহলে নামাজ বন্ধের দাবি আরএসএসের ইতিহাস শাখার

আগ্রা, ২৭ অক্টোবরঃ প্রতি শুক্রবার তাজমহলে জুম্মার নামাজ পড়া বন্ধ করতে হবে। নামাজ বন্ধ না হলে সেখানে শিব পুজোর অনুমতিও দিতে হবে। এমনই বক্তব্য আরএসএসের ইতিহাস শাখা অখিল ভারতীয় ইতিহাস সঙ্কলন সমিতির। প্রতি শুক্রবার তাজমহলে নামাজ পড়ে মুসলিম সম্প্রদায়ের লোকেরা। সেই কারণে প্রতি শুক্রবার তাজমহলে পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ থাকে।

সম্প্রতী তাজমহলে শিব চালিশা পাঠ করে হিন্দু যুব বাহিনী নামে এক সংগঠন। এই নিয়ে প্রবল বিতর্ক হয় সমগ্র উত্তর প্রদেশ রাজ্যে।

মুসলমান শাসকদের নির্দেশে ধ্বংস হওয়া যাবতীয় হিন্দু স্থাপত্যের তালিকা তৈরি করা হচ্ছে বলেও জানিয়েছে সংঘের ইতিহাস শাখা। তাজমহলের প্রকৃত সত্য সম্পর্কিত যাবতীয় ইতিহাস সংগ্রহ করা হচ্ছে, শিগগিরই এ ব্যাপারে সব তথ্য প্রকাশ্যে আসবে বলেও হুশিয়ারি দিয়েছে হিন্দু যুব বাহিনী।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2gNK7iM

October 27, 2017 at 02:40PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top