নিজস্ব প্রতিবেদক:: সিলেট নগরীর চৌহাট্টা এলাকা থেকে প্রতারণার সাথে জড়িত এক সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)- ৯ এর সদস্যরা। গতকাল রবিবার বেলা আড়াইটায় গোপণ তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করেন র্যাব সদস্যরা। গ্রেফতারকৃত আসামী নগরীর লোহারপাড়া এলাকার ২৬ নং কাজী জালাল উদ্দীন বাসার বাসিন্দা এবং মৃত মো. মতি মিয়ার ছেলে মো. ইকবাল মিয়া ওরফে দিপক।
অতিরিক্ত পুলিশ সুপার ও র্যাব-৯ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) মো. মনিরুজ্জামান জানান- গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে চৌহাট্টা পয়েন্ট থেকে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভূক্ত ইকবাল মিয়াকে গ্রেফতার করা হয়।
সে দীর্ঘদিন যাবত এলাকার নিরীহ মানুষের সাথে প্রতারনা করে আসছিল। সে প্রতারনাচক্রের একজন সক্রিয় সদস্য। তাকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবত গ্রেফতার এড়ানোর লক্ষ্যে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2lrFoEK
October 30, 2017 at 09:54PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.