কমল অন্তঃশুল্ক, ২ টাকা সস্তা হল জ্বালানি  

নয়াদিল্লি, ৩ অক্টোবরঃ পেট্রোল ও ডিজেলের ওপর লিটারে ২ টাকা করে অন্তঃশুল্ক কমাল কেন্দ্র। গত কয়েক মাসে দুটি পণ্যের দামই বেড়েছে। মঙ্গলবার মধ্যরাত থেকেই এই নয়া দাম কার্যকর হবে বলে জানানো হয়েছে সরকারের তরফে।

মঙ্গলবার কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফে টুইট করে জানানো হয়েছে, ৪ অক্টোবর থেকেই পেট্রল, ডিজেলের (ব্র্যান্ডেড, আনব্র্যান্ডেড-দুইই) বেসিক এক্সাইজ ডিউটি লিটারে কমছে ২ টাকা।

এদিন অর্থমন্ত্রকের তরফে জানানো হয়েছে, এই শুল্ক কমানোর ফলে সরকারের রাজস্ব খাতে বার্ষিক আয় ২৬ হাজার কোটি টাকা কমবে। চলতে আর্থিক বছরে আয় কমবে ১৩ হাজার কোটি টাকা। বর্তমানে দিল্লিতে পেট্রলের দাম ৭০.৮৮ টাকা প্রতি লিটার, ডিজেলের ৫৯.১৪ টাকা প্রতি লিটার।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2wvxlrG

October 03, 2017 at 10:34PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top