ধূপগুড়ি, ৮ অক্টোবরঃ পিক আপ ভ্যান ও ছোটো গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত তিন জন। শনিবার রাত ৩টে নাগাদ ঘটনাটি ঘটেছে। ঘটনাস্থল ধূপগুড়ি ভেমটিয়া সংলগ্ন এলাকায় জাতীয় সড়ক। ঘটনার জেরে জাতীয় সড়কে কিছু সময়ের জন্যে যান চলাচল বন্ধ হয়ে যায়। রাতেই যানজট মোকাবিলা করতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত দুটি গাড়িকেই আটক করে থানায় নিয়ে আসে।
জানা গিয়েছে, ধূপগুড়ি রেল স্টেশন থেকে ছোটো গাড়িটি পেট্রোল পাম্পে তেল ভরতে ঢুকছিল। সেসময় উল্টো দিক থেকে একটি পিক আপ ভ্যান শিলিগুড়ির দিল থেকে আসছিল। পেট্রোল পাম্পে ঢোকার মুখেই দুটো গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। আহতরা প্রত্যেকেই ছোটো গাড়ির চালক ও যাত্রী বলে জানা গিয়েছে।
এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে ধূপগুড়ি দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে নিয়ে যায়। আহতরা হলেন ছোটো গাড়ির চালক পরিমল রায় ও দুই যাত্রী প্রসেনজিৎ রায়, বিনোদ ওরাঁও। গাড়িটি বানারহাটের কলাবাড়ি উদ্দেশ্যে রওনা দিয়েছিল। পরিমল রায় ও প্রসেনজিৎ রায় জলপাইগুড়ি সদর হাসপাতালে চিকিত্সাধীন।
ধূপগুড়ি থানার পুলিশ জানিয়েছে, আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। মূলত যানজট এড়াতেই দুর্ঘটনাগ্রস্ত গাড়ি গুলিকে দ্রুত উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। বর্তমানে জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
ছবি ও সংবাদদাতাঃ শুভাশিষ বসাক
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2y4sLlN
October 08, 2017 at 11:34AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন