বিধ্বংসী দাবানলে ক্যালিফর্নিয়াতে মৃত ১০, আহত শতাধিক

ক্যালিফর্নিয়া, ১০ অক্টোবরঃ বিধ্বংসী দাবানলে মৃত্যু হয়েছে কমপক্ষে ১০ জনের। ঘটনাটি ঘটেছে উত্তর ক্যালিফর্নিয়ায়। ক্ষতিগ্রস্ত বহু বাড়ি। হাজার হাজার মানুষ এলাকাছাড়া হয়ে রয়েছে। উদ্ধারকাজ চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা দপ্তর। দাবানল ক্রমশ ছড়িয়ে পড়ায় উত্তরাঞ্চলে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

রাজ্যের নাপা ও সনোমা এলাকা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সূত্রের খবর। সনোমাতেই মৃত্যু হয়েছে অন্তত ৭ জনের। আহত হয়েছেন শতাধিক। ইতিমধ্যেই ঘটনাস্থল থেকে সরিয়ে নিওয়া হয়েছে কয়েক হাজার মানুষকে। সোমবার ক্যালিফোর্নিয়ার সরকার রাজ্যজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করেন।

রবিবার রাতে বিধ্বংসী আগুন লাগে। বাতাসের গতিবেগ বেশি থাকায় দ্রুত তা ছড়িয়ে পড়তে থাকে। আগুন ছড়িয়ে পড়ার কারণে কয়েক হাজার বাড়ি খালি করে দেওয়া হয়েছে। হাসপাতালগুলিকে সর্তক করা হয়েছে। ৭৩,০০০ একর জায়গার উপর ছড়িয়ে পরে দাবানল। প্রায় ২০ হাজার মানুষকে উদ্ধার করে সুরক্ষিত জায়গায় সরানো হয়েছে। তবে বিশাল এলাকা জুড়ে আগুন ছড়িয়ে পড়ায় তা নেভাতে বেগ পেতে হচ্ছে দমকলকর্মীদের।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2yTKxr6

October 10, 2017 at 11:55AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top