মাদ্রিদ, ৭ অক্টোবরঃ জমে উঠেছে রাশিয়া বিশ্বকাপের কোয়ালিফায়ারের জন্যে লড়াই। বিশ্বকাপে আজ ইউরোপিয়ান কোয়ালিফায়ার পর্বে জয় পেল স্পেন। ফলে সরাসরি বিশ্বকাপের যোগ্যতা অর্জন করল স্পেন। আলবেনিয়াকে ৩-০ ব্যবধানে হারিয়েছে।
অন্য ম্যাচে ম্যাসিডোনিয়ার বিরুদ্ধে ড্র করে প্লে-অফ খেলতে হবে ইতালিকে।
ঘরের মাঠে প্রথমার্ধেই তিন গোলে এগিয়ে যায় স্পেন। ১৬ মিনিটে দলকে এগিয়ে দেন রডরিগো। ২৩ মিনিটে ব্যবধান বাড়ান ইস্কো। তিন মিনিট পরেই ৩-০ হয় থিয়াগো আলকান্তারার গোলে।
অন্যদিকে, ম্যাসিডোনিয়ার সাথে ড্র করার ফলে ইতালিকে প্লে-অফ খেলে রাশিয়ায় পৌঁছাতে হবে। ম্যাচের ৪০ মিনিটে ইতালিকে এগিয়ে দিয়েছিলেন চিয়েলিনি। কিন্তু ৭৭ মিনিটে সেই গোল শোধ করে দেন ম্যাসিডোনিয়ার আলেকজান্ডার ট্রাজকোভোস্কি।
জর্জিয়াকে ১ গোলে হারিয়ে রাশিয়া বিশ্বকাপের আশা জিইয়ে রাখল ওয়েলশ। ৪৯ মিনিটে একমাত্র গোলটি করেন লরেন্স। আইসল্যান্ড ৩-০ হারাল তুরস্ককে। ইউক্রেন ২-০ জিতল কসোভোর বিরুদ্ধে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2y6EEd7
October 07, 2017 at 02:10PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন