ঢাকা, ০৪ অক্টোবর- পথ যে ডাকে দূরের পথে। মন কী যে চায়, ফিরে থাকা দায়। কোন অজানায় ডাকে আমায়। উত্তাল ঝড়ে ভাঙে আর গড়ে। ঝঞ্ঝাতে মন তোলপাড় এখন। চমৎকার কথার গানটির শিরোনাম পথ যে ডাকে। ঠাঁই পেয়েছে মুক্তি প্রতিক্ষীত সিনেমা ঢাকা অ্যাটাক-এ। গানটিতে উঠে এসেছে প্রিয়জনের সঙ্গে বিচ্ছেদের বেদনা। ভিন্নধর্মী কণ্ঠশৈলির জন্য শ্রোতাদের কাছে বেশ জনপ্রিয় অদিত। তাকে পাওয়া গেল স্বভাবসুলভ বৈশিষ্ট্যে। গানটির কথা লিখেছেন আসিফ ইকবাল। নিজের সুর ও সংগীতে কণ্ঠ দিয়েছেন অদিত। বুধবার বিকেলে প্রকাশ হয়েছে টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেলে। কপ থ্রিলার ঢাকা অ্যাটাক পরিচালনা করেছেন দীপঙ্কর দীপন। ছবিটি প্রযোজনা করেছে বাংলাদেশ পুলিশ পরিবার কল্যাণ সমিতি, ফ্ল্যাশ মাল্টিমিডিয়া ও থ্রি হুইলারস লি.। পরিবেশনা করছে দি অভি কথাচিত্র। ঢাকা অ্যাটাক-এ অভিনয় করেছেন আরিফিন শুভ, মাহিয়া মাহি, এবিএম সুমন, কাজী নওশাবা, শতাব্দী ওয়াদুদ, আফজাল হোসেন, আলমগীর, হাসান ইমাম, শিপন প্রমুখ। ইতোমধ্যে সিনেমাটির টিজার, ট্রেলার ও কয়েকটি গান প্রকাশ হয়েছে। এবার যুক্ত হলো পথ যে ডাকে। ৬ অক্টোবর ১২৫টি হলে মুক্তি পাচ্ছে ঢাকা অ্যাটাক। এআর/১৭:২২৮/০৪ অক্টোবর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2xUwEtH
October 04, 2017 at 11:25PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন