নয়াদিল্লি, ২২ অক্টোবরঃ আজ দু’দিনের জন্য বাংলাদেশ সফরে যাচ্ছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। এই সফরের প্রথম দিনই তিনি দেখা করবেন সেদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। বিদেশমন্ত্রী হওয়ার পর সুষমা স্বরাজের এটি দ্বিতীয় বাংলাদেশ সফর।
এর আগে তিনি ২০১৪ সালে বাংলাদেশে গিয়েছিলেন। সেবার ভারত-বাংলাদেশের মধ্যে জয়েন্ট কনসাল্টটেটিভ কমিশনের তৃতীয় বৈঠকটি হয়েছিল। এবার ওই কমিশনের আরও একটি বৈঠক হতে চলেছে। সেখানে ভারত-বাংলাদেশের দ্বিপাক্ষিক নানা বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা।
তবে কূটনৈতিক পর্যবেক্ষকদের ধারণা, সবকিছুকে ছাপিয়ে আলোচনার কেন্দ্রে চলে আসতে পারে রোহিঙ্গা ইস্যু ও তিস্তা জলবণ্টন চুক্তির বাস্তবায়ন।
চলতি বছরেই ভারত সফর করে গিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সফরে যে বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছিল। তার কতটা বাস্তব প্রয়োগ হল, সেটাও এই বৈঠকে পর্যালোচনা করা হতে পারে বলে খবর।
বাংলাদেশের বিদেশমন্ত্রী আব্দুল হাসান মেহমুদ আলির আমন্ত্রণেই তিনি দু’দিনের বাংলাদেশ সফর করছেন। রবিবার দুপুরে ঢাকায় পৌঁছানোর কথা তাঁর। তার পর একের পর এক বৈঠকগুলি তিনি করবেন।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2gui6sx
October 22, 2017 at 03:35PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন