বলিউড অভিনেত্রী সানি লিওন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার রয়েছে অসংখ্য ভক্ত-অনুসারী। তাদের কাছ থেকে যেমন ভালোবাসা পান, তেমনি হয়রানির শিকারও হন এ অভিনেত্রী। সাইবার হয়রানি নিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতাও রয়েছে তার। সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে এ কথা জানান তিনি। এ প্রসঙ্গে সানি লিওন বলেন, কেউ একজন আমাকে হুমকি দিয়ে বলেছিল বাড়িতে এসে আমার ক্ষতি করবে। তখন ড্যানিয়েল ওয়েবার (সানির স্বামী) দেশে ছিল না। আমি ভীষণ ভয় পেয়েছিলাম, কারণ একা ছিলাম। আমি কড়া নাড়ার শব্দ শুনে একটি ছুরি হাতে দরজার কাছে যাই। কেউ একজন সজোরে দরজায় ধাক্কা দিচ্ছিল। ওই ব্যক্তির টুইটারের অনুসারীরাও আমাকে হয়রানি করছিল, আমি ভেবেছিলাম সবাই মিলে মনে হয় দরজা ভেঙে বাড়িতে ঢুকে পড়বে। এরপর আমরা বাড়ি পরিবর্তন করি। কিন্তু সেই ভয়াবহ অভিজ্ঞতা এখনো আমাকে তাড়া করে ফেরে। সাইবার হয়রানি বিষয়ে সচেতনতা তৈরি করতে একটি এনজিওর সঙ্গে যুক্ত হয়ে কাজ করছেন সানি লিওন। তিনি খুবই আনন্দিত যে, সবাই তাকে এ বিষয়ে সাহায্য করছেন। তিনি বলেন, উঠতি ছেলে-মেয়েরা হতাশায় ভোগে কারণ তারা হয়রানির শিকার হয়। অনেকে শেষ পর্যন্ত আত্মহত্যা করে। আমি জানি না এটিই শেষ কিনা কিন্তু আমরা এ বিষয়ে সচেতনতা তৈরি করতে পারি। সৌভাগ্যের বিষয় সবাই আমাকে সাহায্য করছেন। আমি এখন অনেক শক্তিশালী। কিন্তু সবাই কথাগুলো খুলে বলতে পারেন না। তাদের সাহায্যে আমাদের এগিয়ে যেতে হবে। বছরের শুরু থেকে বেশ কয়েকটি আইটেম গানে কোমর দুলিয়েছেন সানি লিওন। তার পরবর্তী সিনেমা তেরা ইন্তেজার। এতে তার বিপরীতে অভিনয় করছেন আরবাজ খান। সিনেমাটি পরিচালনা করছেন রাজীব ওয়ালিয়া। আরবাজ খান ও সানি লিওন ছাড়াও এতে আরো অভিনয় করছেন আরিয়া বাবর ও গওহর খান। ২৪ নভেম্বর মুক্তি পাবে সিনেমাটি। তথ্যসূত্র: গো নিউজ ২৪ আরএস/১০:৩০/২৮ অক্টোবর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2zVrdeo
October 28, 2017 at 07:08PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন