দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিং নেওয়ার জন্য বেশ সমালোচনার মুখে পড়েছিলেন অধিনায়ক মুশফিকুর রহিম। আজ থেকে শুরু হওয়া দ্বিতীয় টেস্টেও আবার সেই একই সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক। টস জিতে বাংলাদেশ নামছে ফিল্ডিংয়ে। দলে বেশ কয়েকটি পরিবর্তন এনে দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ইনজুরির কারণে ছিটকে গেছেন ওপেনার তামিম ইকবাল। তাঁর পরিবর্তে দলে জায়গা করে নিয়েছেন সৌম্য সরকার। বোলিংয়ে এসেছে বেশ কয়েকটি পরিবর্তন। দল থেকে বাদ পড়েছেন শফিউল ইসলাম, তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ। দলে এসেছেন তাইজুল ইসলাম, রুবেল হোসেন ও শুভাশীষ রায়। বাংলাদেশ একাদশ : ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, লিটন দাস, তাইজুল ইসলাম, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, শুভাশীষ রায়। দক্ষিণ আফ্রিকা একাদশ : ডিন এলগার, আইদিন মার্করাম, হাশিম আমলা, টেমবা বাভুমা, ফাফ দু প্লেসি, কুইন্টন ডি কক, আন্দিলে ফেলুয়াকো, ওয়েন পার্নেল, কেশব মহারাজ, কাগিসো রাবাদা ও ডুনে অলিভিয়ের। এআর/১৪:৩০/০৬ অক্টোবর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2fPbqF3
October 06, 2017 at 08:28PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন