‘বিএনপির ঘাড়ে চড়ে আবারও জামায়াত মাঠে নামতে চায়’-মেনন

সুরমা টাইমস ডেস্ক:: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, বিএনপি’র ঘাড়ে চড়ে আগামী নির্বাচনকে কেন্দ্র করে আবারও জামায়াত মাঠে নামতে চায়। এজন্য এখন তারা সংগঠন গোছাচ্ছে।
সময় এলে ছোবল মারবে। বিএনপি-জামাতের এই অশুভ আঁতাতের বিরুদ্ধে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক শক্তিকে অতীতের চাইতেও বেশি সতর্ক থাকতে হবে।

আজ শুক্রবার নগরীর তোপখানা রোডে ফেনী সমিতি মিলনায়তনে পার্টির এগারটি জেলা কমিটির দিনভর প্রশিক্ষণ কর্মসূচিতে বর্তমান রাজনৈতিক পরিস্থিতির ওপর বক্তব্য রাখতে গিয়ে ওয়ার্কার্স পার্টির সভাপতি এসব একথা বলেন।

পার্টির মতাদর্শ ও প্রশিক্ষণ বিভাগের উদ্যোগে আয়োজিত এই প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করেন পার্টির পলিটব্যুরোর সদস্য কমরেড ড. সুশান্ত দাস।

বক্তব্য রাখেন পার্টির পলিট ব্যুরো সদস্য কমরেড নুর আহমদ বকুল, কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড পাভেল ইসলাম, কমরেড শরীফ শমসির। উপস্থিত ছিলেন পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কমরেড নুরুল হাসান।

রাশেদ খান মেনন বলেন, অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ঐক্যের ধারাবাহিকতা রক্ষা করে আন্দোলন ও নির্বাচন করতে হবে। ওয়ার্কার্স পার্টি সেই ধারাবাহিকতায় আশু একুশদফা কর্মসূচি হাতে নিয়েছে। পার্টি কর্মীদের এব্যাপারে আরও গভীরভাবে প্রশিক্ষণ নিতে হবে।
জনগণের মধ্যে সর্বপ্রকার উপায়ে ঐ কর্মসূচিকে ছড়িয়ে দিতে হবে।

রাশেদ খান মেনন বলেন, বিএনপি’র নির্বাচন কমিশনের সংলাপের বক্তব্যই আগামী দিনে তারা কি করতে চলেছে তার ইঙ্গিত দেয়। বিএনপি নেত্রী খালেদা জিয়াও দুর্নীতির মামলায় আত্মপক্ষ সমর্থন করতে গিয়ে কেঁদে- কেটে জনগণের সহানুভূতি আদায় করতে চাচ্ছেন। বিএনপি নেতাদের ভাবখানই এমন যে ‘তিনবার’ প্রধানমন্ত্রী ছিলেন বলে তার বিচার করা যাবে না।

মেনন বলেন, এই বিচারহীনতার সংস্কৃতিই এ ধরনের রাজনৈতিক নেতৃত্বকে দুর্নীতিবাজ ও কর্তৃত্বপরায়ন করে তুলতে সাহায্য করছে। এসব বিচারকাজকে দীর্ঘায়িত করার যে কৌশল তারা নিয়েছে সেটাই প্রমাণ করে যে তারা অপরাধ আড়াল করতে চায়। এই সংস্কৃতির অবসান ঘটাতে হবে।

রাশেদ খান মেনন অক্টোবর বিপ্লব শতবার্ষিকী ১১ই নভেম্বরের সমাপনী কর্মসূচি সফল করার আহ্বান জানান। ১১ই নভেম্বর বেলা ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ঘোষণা পাঠ শেষে লাল পতাকা র‌্যালীর মধ্য দিয়ে ঐ কর্মসূচি শেষ হবে।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2yTp3fq

October 27, 2017 at 11:37PM
27 Oct 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top