স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠার দাবিতে আইনজীবিদের মানববন্ধন

প্রধান বিচারপতি এস.কে সিনহাকে গৃহবন্দী করা হয়েছে উল্লেখ করে স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠার দাবিতে মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবি সমিতির সামনে প্রায় ঘন্টাব্যাপি এই মানববন্ধন কর্মসুচি অনুষ্ঠিত হয়। চাঁপাইনবাবগঞ্জের সর্বদলীয় আইনজীবিগণ-এর ব্যাপারে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসুচিতে আইনজীবিদের পাশাপাশি বেশ কিছু সাধারণ মানুষও অংশ নেন। এসময় অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আইনজীবি সমিতি’র সহ-সভাপতি এ্যাড. নুরুল হক সেন্টু, বিএনপি নেতা এ্য্যাড. ময়েজ উদ্দীন। এসময় জেলা আইনজীবি সমিতির সভাপতি মোসাদ্দেক হোসেন কাজল ও জেলা জাতীয়তাবাদি আইনজীবি ফোরামের আহবায়ক রবিউল হক দোলন উপস্থিত ছিলেন।
সমাবেশে বিচার বিভাগ নিয়ে সরকারের কঠোর সমালোচনা করে স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠার দাবি জানান।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১০-১০-১৭


from Chapainawabganjnews http://ift.tt/2ydyNSO

October 10, 2017 at 05:56PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top