নয়াদিল্লি, ১২অক্টোবরঃ কলম্বিয়া ম্যাচ কোচ মাতোস এবং টিমের বিশ্বাস এক ধাক্কায় অনেকটাই বাড়িয়ে দিয়েছে। দু’বারের বিশ্ব চ্যাম্পিয়ন ঘানা এই গ্রুপের সবথেকে শক্তিশালী দল। দ্রুত ড্রিবল আর শরীরিক শক্তি দিয়ে খেলে। হারানো কঠিন। ঘানার ইমানুয়েল টোকু আর ইব্রাহিম সাদিক যে কোনও টিমের রক্ষণকে দুমড়ে মুচড়ে দিতে পারে মূহূর্তে। তা সত্ত্বেও স্বপ্ন দেখছে ১৩০ কোটি ভারতীয়।
কিন্তু, ঘানা ম্যাচের আগেই ভারতীয় শিবিরে জোড়া ধাক্কা। যুব বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে ঘানার বিরুদ্ধে সাইড লাইনের ধারে থাকতে চলেছেন দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার আনোয়ার আলি। কলম্বিয়ার বিরুদ্ধে গোড়ালিতে চোট পেয়েছিলেন পঞ্জাবি এই ডিফেন্ডার। ডু অর ডাই ম্যাচে খেলার সম্ভবনা কম অধিনায়ক অমরজিত সিংয়ের। চোট থাকায় বুধবার ভারতীয় দলের অন্যান্য সদস্যদের সঙ্গে মূল অনুশীলনে ছিলেন না আনোয়ার ও অমরজিত। আলাদা অনুশীলন করেন তাঁরা।
গ্রুপের যা পরিস্থিতি তাতে ঘানার বিরুদ্ধে জিতলেও ভারতের পরের পর্বে যেতে অনেক রকম অঙ্ক মিলতে হবে। তা নিয়ে চুলচেরা বিশ্লেষণও চলছে। সেই ভাবনাকে সামনে রেখেই আপাতত ফোকাস ঠিক রাখতে চাইছে মাতোসের দল।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2g3ITf5
October 12, 2017 at 04:21PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন