কুমিল্লার বার্তা রিপোর্ট ● আবারো আলোচনায় কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মোঃ মনিরুল হক সাক্কু। তবে এবার একটু ভিন্ন কারনেই তিনি আলোচনায় আসলেন। গত কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি নোটিশ নিয়ে চলছে আলোচনা ও মেয়র সাক্কুর প্রশংসা। “আমি ও আমার অফিস দুর্নীতিমুক্ত” উল্লেখ করে নিচে স্বাক্ষর করেছেন কুমিল্লা সিটির দ্বিতীয়বারের মত নির্বাচিত মেয়র মোঃ মনিরুল হক সাক্কু।
দুর্নীতি বর্জনে এমন খোলামেলা ঘোষণাতেই সাড়া ফেলেছেন তিনি। কেউ একজন এ নোটিশের ছবি তুলে ফেসবুকে দিলে তা ভাইরাল হয়ে যায়। সকলে তার এমন সরল উক্তির প্রশংসা এবং তার জন্য শুভকামনা জানাচ্ছেন।
আসলেই কি তাই। তবে, রাষ্ট্রীয় এমন একটি প্রধান সমস্যার বিষয়ে এতো আত্মবিশ্বাসী নোটিশটি কি তিনিই দিয়েছেন, নাকি ভার্চুয়াল দুনিয়ায় তাও ভুয়া এমনটা নিয়েও চলছে আলোচনা। এ বিষয়ে জানতে কথা মেয়র মোঃ মনিরুল হক সাক্কুর সাথে।
তিনি মঙ্গলবার সকালে কুমিল্লার বার্তা ডটকমকে জানান, নোটিশটি গত মাসে টাঙ্গানো হয়। আমি আমার সকল অফিস স্টাফদের সাথে কথা বলেই এটি টাঙ্গানোর সিদ্ধান্ত নিয়েছি। তবে আমি বলব আমার অফিসেও যে অন্যায় হয়না তা নয়। আমরা নোটিশর মাধ্যমে সকল স্টাফদেরকে দুর্নীতির বিষয়ে সতর্ক করেছি।
উল্লেখ্য, গত ৩০ মার্চ কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে পরপর দ্বিতীয়বারের মত মেয়র নির্বাচিত হন মোঃ মনিরুল হক সাক্কু।
দ্বিতীয় মেয়াদে শপথ শেষে প্রধানমন্ত্রীর পা ছুয়ে সালাম করে দেশ জুড়ে আলোচনায় আসেন সাক্কু। ফেসবুকে ভাইরাল হয়ে যায় সে ছবি।
এর আগে ২০১২ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে সাক্কু কুমিল্লা সিটি করপোরেশনের প্রথম মেয়র নির্বাচিত হন।
The post নিজেকে দুর্নীতিমুক্ত ঘোষণা দিয়ে আবারো আলোচনায় সাক্কু appeared first on Comillar Barta | দেশ সেরা আঞ্চলিক অনলাইন পত্রিকা.
from Comillar Barta | দেশ সেরা আঞ্চলিক অনলাইন পত্রিকা http://ift.tt/2i0i2kA
October 24, 2017 at 08:36PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন