বিজিবির অভিযানে হবিগঞ্জে চোরাই চা পাতা ও মদ জব্দ

নিজস্ব প্রতিনিধি:: হবিগঞ্জে পৃথক অভিযান চালিয়ে ২২ কেজি চোরাই চা পাতা ও ১৯ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার সকালে জেলার মাধবপুর ও সাতছড়ি এলাকা থেকে এগুলো জব্দ করা হয়।

বিজিবি-৫৫ ব্যাটালিয়নের আধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল আসাদুজ্জামান চৌধুরী বলেন, সকালে মাধবপুরের চিমটিবিল সীমান্তফাঁড়ির নায়েক সুবেদার লোকজমান আহমেদসহ একদল বিজিবি সদস্য ওই এলাকায় অভিযান চালিয়ে ২২ কেজি চা পাতা জব্দ করেন। যার আনুমানিক মূল্য সাড়ে ৮ হাজার টাকা। চা পাতাগুলো পাচারকারীরা ভারতে নিয়ে যাচ্ছিলো বলেও জানান তিনি।

এদিকে চুনারুঘাট উপজেলার সাতছড়ি সীমান্ত ফাঁড়ির নায়েক সুবেদার লোকমান হাকিমসহ একদল বিজিবি সদস্য ওই এলাকা থেকে ১৯ বোতাল ভারতীয় মদ জব্দ করেন। তবে জড়িতরা পালিয়ে যায়। জব্দ হওয়া মাদকের আনুমানিক মূল্য সাড়ে ৮ হাজার টাকা বলে জানান বিজিবি’র ওই কর্মকর্তা।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2y6HL0Z

October 25, 2017 at 08:28PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top