বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি বিশ্বনাথ উপজেলা শাখার কমিটি গঠন উপলক্ষে গত সোমবার সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সদরের সুসমিতা বইঘরের পরিচালক সমরেন্দ্র বৈদ্য (সমর বাবু) এর সভাপতিত্বে ও মারজান লাইব্রেরী এন্ড কম্পিটার একাডেমীর পরিচালক মাওলানা লুৎফুর রহমানের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির কেন্দ্রীয় পরিচালক মোঃ খলিলুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সিলেট জেলা শাখার সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মোরশেদ আলম বুলবুল, অতিরিক্ত সাধারণ সম্পাদক তানভির হোসেন রহিম, পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সিলেট জেলার দায়িত্বশীল মাহমুদুল হাসান বাবু, জসিম উদ্দিন।
বক্তব্য রাখেন রাজ্জাকিয়া লাইব্রেরীর পরিচালক আবদুর রাজ্জাক, আল হাফিজ লাইব্রেরীর পরিচালক মাওলানা আমীর উদ্দিন আশরাফী, নূর লাইব্রেরীর পরিচালক ফখর উদ্দিন, সুরমা লাইব্রেরীর পরিচালক সেলিম জাহাঙ্গীর।
এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ পুরান বাজার বণিক সমিতির সভাপতি মনির হোসেন, লাইব্রেরী ব্যবসায়ী হোসাইন আহমদ শাহিন, অজিত পাল, জুবায়ের আহমদ, লিলু মিয়া, তারেক আহমদ, হাবিবুল ইসলাম, কাওছার আলী, শাহিন মিয়া, মোঃ আলী হাসান, আবুল আশীম (বাবুল)।
সভায় সর্বসম্মতিক্রমে সমরেন্দ্র বৈদ্য (সমর বাবু) কে সভাপতি, মাওলানা লুৎফুর রহমানকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট বিশ্বনাথ উপজেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন- সহ-সভাপতি আবদুর রাজ্জাক, সহ-সাধারণ সম্পাদক ফখর উদ্দিন, কোষাধ্যক্ষ হোসাইন আহমদ শাহিন, নির্বাহী সদস্য মাওলানা আমীর উদ্দিন আশরাফী, অসিম পাল, কাওছার আলী, জুবায়ের আহমদ।
from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2z3zS0c
October 30, 2017 at 11:18PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.