মাধবপুরে ভুল চিকিৎসায় গর্ভবতীর মৃত্যুর অভিযোগ

নিজস্ব প্রতিনিধি:: হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তারের ভুল চিকিৎসায় মারজিয়া আক্তার (১৯) নামে ৮ মাসের গর্ভবতী এক গৃহবধুর মৃত্যু হয়েছে। মারজিয়া আক্তার মাধবপুর উপজেলার ৫নং আন্দিউড়া ইউনিয়নের বার চান্দুরা গ্রামের আল-আমিন মিয়ার স্ত্রী। রবিবার সকাল ৯টার দিকে ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্র জানায়, মারজিয়া আক্তার রবিবার সকাল ৮টার দিকে প্রসব ব্যথা নিয়ে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। সেখানে ডাক্তারের ব্যবস্থাপত্র অনুযায়ী নার্সরা তার শরীরে ইনজেকশন পুশ করে। এর ৫/৬ মিনিটের মধ্যে মারজিয়া অবস্থা খারাপ হতে থাকে। এক পর্যায়ে সকাল ৯টার দিকে মারজিয়া মৃত্যুর কোলে ঢলে পড়ে। এ নিয়ে মারজিয়ার পরিবারের লোকজনের সাথে কর্তব্যরত ডাক্তারের হাতাহাতি হয়। পরে মারজিয়ার পরিবারের লোকজন মাধবপুর থানায় অভিযোগ করলে এস.আই দয়াল ভৌমিক এর নেতৃত্বে একদল পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে। সন্ধ্যা ৬টার দিকে ময়নাতদন্তের জন্য মারজিয়ার লাশ হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2zKdff8

October 23, 2017 at 07:33PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top