মোঃ আবুল কাশেম, বিশ্বনাথ :: বিশ্বনাথ উপজেলার বাইশঘর ডাকঘরের সাবেক পোষ্ঠমাস্টার, বিশ্বনাথের ১ম মুসলিম দারোগা মরহুম আব্দুল জব্বার এর একমাত্র পুত্র, দশঘর ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান মরহুম আবুল কালাম রফু মিয়ার আপন চাচাতো বড় ভাই, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম জুবায়েরের শশুর এবং স্থানীয় চাঁন্দভরাং গ্রামের প্রবীণ মুরব্বী হাজী মোঃ গোলাম মোস্তফা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…………..রাজিউন)। ১৭ই অক্টোবর মঙ্গলবার বিকেল ৩টা ১০ মিনিটে নিজ তিনি নিজ বাড়ীতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করিয়াছেন । বুধবার বেলা ১১টায় দশঘর ইউনিয়নের স্থানীয় মিয়ারবাজারস্থ হযরত শাহ চাঁন্দ ও শাহ কালু দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে বেলা জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্হানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়।জানাযার নামাজে ইমামতি করেন উক্ত মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মুক্তাদির খান।
জানাযার নামাজে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও মরহুমের আপন চাচাতো ভাই এডভোকেট ফখর উদ্দিন আহমদ, বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম কচির, সাধারণ সম্পাদক মোঃ লিলু মিয়া, যুগ্ন-সাধারণ সম্পাদক হাজী মোঃ আব্দুল হাই, দশঘর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান ছাতির, চান্দভরাং উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ জসিম উদ্দিন, হযরত শাহ চাঁন্দ ও শাহ কালু দাখিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা পিয়ার মাহমুদ, বিশ্বনাথ পুরান বাজার বণিক সমিতির সভাপতি মনির হোসেন, উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি মোঃ কলমদর আলী, স্থানীয় ইউপি সদস্য আবুল হোসেন, হরমুজ আলী’সহ বিভিন্ন পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন । জানাযার পূর্বে পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন মরহুমের ভাগিনা হযরত শাহ চাঁন্দ ও শাহ কালু দাখিল মাদ্রাসা মসজিদের ভূমিদাতা শিহাব আহমদ ও কনিষ্ঠ পুত্র গোলাম সোবহান মারুফ ।
হাজী মোঃ গোলাম মোস্তফা মৃত্যুকালে স্ত্রী, ২ কন্যা ও ৩ পুত্র সহ অসংখ্য স্বজন শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন ।
from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2yxAARa
October 19, 2017 at 11:48AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন