পথ দুর্ঘটনায় জখম ১৪ যাত্রী, পথ অবরোধ স্থানীয়দের

শালকুমারহাট(আলিপুরদুয়ার), ১৭ অক্টোবরঃ পথ দুর্ঘটনায় জখম ১৪ জন যাত্রী।  মঙ্গলবার সকাল ১০ টা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটেছে ফালাকাটা-সোনাপুর ৩১ নম্বর জাতীয় সড়কের মেজবিল বাস স্ট্যান্ডে। গতি দ্রুত থাকায় এবং অধিক যাত্রী নেওয়ার ফলেই দুর্ঘটনাটি ঘটেছে বলে দাবি স্থানীয়দের।

এর প্রতিবাদে স্থানীয়রা মেজবিল এলাকায় পথ অবরোধ করেন। অবরোধের জেরে হয় দীর্ঘ যানজট। সমস্যায় পড়েন যাত্রীরা। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, ফালাকাটা থেকে আলিপুরদুয়ারগামী ছোটো যাত্রী পরিবহনকারী সাফারি গাড়িটি প্রথমে দ্রুত গতিতে মেজবিল বাস স্ট্যান্ডে একটি মোটর বাইকে ধাক্কা মারে। এরপর উল্টো দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানে ধাক্কা মারে। তখনই সাফারির ছাদে এবং পেছনে ঝুলে থাকা যাত্রীরা ছিটকে পড়ে যান পাকা রাস্তায়। সেখানেও সাফারিটি না দাঁড়িয়ে দ্রুত গতিতে সোনাপুরের দিকে যায়। নিউ পলাশবাড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি কালী মন্দিরে ঢুকে পড়ে গাড়িটি। সেসময় গাড়ির ভেতরের কয়েকজন যাত্রী জখম হন। তড়িঘড়ি জখমদের উদ্ধার করে শিলবাড়িহাট প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে খবর, মোট ১৪ জন যাত্রী জখম হয়েছেন। এদের প্রত্যেকের অবস্থা গুরুতর। তাদেরকে রেফার করা হয়েছে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে। এদিকে আড়াই ঘন্টা পথ অবরোধের পর সাড়ে বারোটা নাগাদ সোনাপুর ফাঁড়ির পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন মেজবিলের বাসিন্দারা। পলাতক সাফারি গাড়ির চালক। গাড়িটি আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

ছবি ও সংবাদদাতাঃ সুভাষ বর্মন



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2hKzARS

October 17, 2017 at 02:52PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top