কুইটো, ১১ অক্টোবরঃ বাংলায় একটি প্রবাদ আছে, ‘ওস্তাদের মার শেষ রাতে’। সেই প্রবাদের মতোই শেষ ম্যাচে নিজের জাত চেনালেন ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি। আর্জেন্টিনাকে বিশ্বকাপের মূলপর্বে নিয়ে গেলেন একা হাতে। কেন তাঁকে সেরা বলা হয়, তার প্রমাণ আবার দিলেন আর্জেন্টিনা অধিনায়ক। তাঁর হ্যাটট্রিকের সুবাদে অ্যাওয়ে ম্যাচে আর্জেন্টিনা ৩-১ ব্যবধানে হারিয়ে দিল ইকুয়েডরকে। বিশ্বকাপে পৌঁছতে জিততেই হবে এমন একটা ডু ওর ডাই ম্যাচ, সেখানে এলএম টেনের দুরন্ত হ্যাটট্রিকে ভর করে ইকুয়েডরকে উড়িয়ে দিল আর্জেন্টিনা।
একের পর এক ম্যাচে ড্র করে রাশিয়া বিশ্বকাপের টিকিট অনিশ্চিত করে দিয়েছিল নীল-সাদা ব্রিগেড। বিশেষত গত সপ্তাহে বিশ্বকাপের যোগ্যতা অর্জনপর্বের ম্যাচে পেরুর বিরুদ্ধে গোলশূন্য ড্র করে লাতিন আমেরিকা বিভাগে ষষ্ঠ স্থানে চলে গিয়েছিল। এদিন ম্যাচের শুরুটা অবশ্য অন্যরকম হয়েছিল, খেলা শুরুর ৩৮ সেকেন্ডের মধ্যেই নিজেদের মাঠে গোল করে এগিয়ে গিয়েছিল ইকুয়েডর। ইকুয়েডরের হয়ে গোল করেছিলেন ইবারা। কিন্তু এরপরেই মাঠ জুড়ে শুধুই মেসি ঝলক। ১২ মিনিটের মাথায় একটি গোল করে খেলায় সমতা ফেরান মেসি। ২০ মিনিটের মাথায় মেসির গোলেই আর্জেন্টিনা এগিয়ে যায় ২-১ স্কোরে। দ্বিতীয়ার্ধে ৬২ মিনিটে ইকুয়েডর বক্স থেকে প্রায় ৪০ গজ দূরে বল পেয়ে একাধিক ডিফেন্ডারকে মাটি দেখিয়ে গোল করেন মেসি। সেই সঙ্গে নিশ্চিত করে ফেলেন দলের জয় ও বিশ্বকাপের টিকিট। সারা বিশ্বের তাঁর সমর্থকদের মুখে চওড়া হাসিও উপহার দিয়ে গেলেন।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2i3M1vG
October 11, 2017 at 12:29PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন