কলকাতা, ২৭ অক্টোবরঃ জনকল্যাণমুখী প্রকল্পগুলির সঙ্গে আধার নম্বর লিংক বাধ্যমালক জানিয়েছিল কেন্দ্র। তবে এই সিদ্ধান্তের বিরোধিতা করে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল রাজ্য সরকার। নবান্ন সূত্রে খবর, আজ রাজ্য সরকারের তরফে এই মর্মে একটি মামলা করা হয়েছে। আগামী সোমবার সুপ্রিমকোর্টে এবিষয়ে শুনানি হবে।
রাজ্যের দাবি, এখনও বহু মানুষই আধার কার্ড পাননি। কেন্দ্রের এমন নির্দেশের জেরে তাঁরা বিপাকে পড়বেন।
দলের বর্ধিত সভার মঞ্চ থেকে মোদি সরকারের আধার নীতি নিয়ে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
নজরুল মঞ্চে তিনি আধারের সঙ্গে মোবাইল নম্বর সংযুক্তিকরণে কেন্দ্রের সিদ্ধান্তের সমালোচনা করে বলেন, তিনি তাঁর মোবাইল নম্বর আধারের সঙ্গে জুড়বেন না। এতে তাঁর মোবাইল কানেকশন বন্ধ করে দেওয়া হলেও তিনি লিংক করাবেন না। এর ফলে মানুষের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যাবে। কে কি নিয়ে কথা বলছে তা জনে য়াবে সকলেই। ব্যক্তিগত গোপনীয়তা সকলের অধিকার।
সরকারি জনকল্যাণকর প্রকল্পে আধার বাধ্যতামূলক করার কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রথম থেকেই সমালোচনা করে আসছেন তৃণমূল নেত্রী ।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2hhiVG5
October 27, 2017 at 10:58PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন