সাংসদ ইমরান আহমদের বাংলোতে চুুরি,০১ জন গ্রফতার

নিজস্ব প্রতিনিধি:: জৈন্তাপুর উপজেলার শ্রীপুর চা-বাগানের এমডি, সিলেট-৪ আসনের সাংসদ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক-তার, টেলি যোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সিলেট জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইমরান আহমদ এমপি’র জৈন্তাপুরস্থ বাংলোতে চুরির ঘটনা ঘটে। এঘটনায় আটক ১ জন, অভিযান অব্যাহৃত রয়েছে।

এজাহার সূত্রে যানা যায়- গত ২রা অক্টোবর দিবগত রাত ১০ টা থেকে ৩রা অক্টোবর সকাল সাড়ে ৯টায় সময়ের মধ্যে শ্রীপুর চা-বাগানের এমডি, সিলেট-৪ আসনের সাংসদ ইমরান আহমদ এর বাংলোর বারিন্ধার গ্রীল ভেঙ্গে অভ্যান্তরে প্রবেশ করে টিভি, রিসিভার, ডিস এন্ট্রিনা, চার্জার লাইট ইত্যাদি চুরিকরে নিয়ে যায়।

এ ঘটনায় শ্রীপুর চা-বাগানের ম্যানোজার মনসুর আহমদ চৌধুরী বাদী হয়ে গত ৩রা অক্টোবর জৈন্তাপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ ৪ঠা অক্টোবর অভিযান চালিয়ে কানাইঘাট থানার বিভিন্ন মামলার অভিযোগে অভিযুক্ত কানাইঘাট উপজেলার চাপনগর (সাহেব নগর) গ্রামের বাসিন্ধা ফজলুল হক কালাচাঁন এর ছেলে বাহার উদ্দিন(৩০) কে শ্রীপুর এলাকা হতে সন্দেহ ভাজন হিসাবে আটক করে জেল হাজতে প্রেরণ করে।

মালামাল উদ্ধার করতে এবং অন্যান্য আসামীদের গ্রেফতার করতে পুলিশের সাড়শী অভিযান অব্যাহত রয়েছে। উল্লেখ্য, মাননীয় সাংসদ ঘটনার আগের দিন পর্যন্ত এ বাংলোতে অবস্থান করেছিলেন।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2fV20eZ

October 05, 2017 at 11:45PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top