মনোহরগঞ্জে প্রবাসীর পরিবারের উপর অতর্কিত হামলা

মনোহরগঞ্জ প্রতিনিধি ● কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বাইশগাঁও ইউনিয়নের গোটরা গ্রামে প্রবাসীর বাড়িতে অতর্কিত ও পূর্ব পরিকল্পিত হামলা চালিয়েছে স্থানীয় দুষ্কৃতিকারীরা। হামলায় প্রবাসী নুর আলমের স্ত্রী রোকেয়া বেগম ও মেয়ে মারজান গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে লাকসাম সরকারি হাসপাতালে ভর্তি করে। গত ১৫ অক্টোবর এ ঘটনায় রোকেয়া বেগম বাদী হয়ে মনোহরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

এতে অভিযুক্তরা হলো- একই গ্রামের আ.লতিফের ছেলে মোখলেছ, দেলোয়ারের ছেলে মাহফুজ, দেলোয়ারের ছেলে লোকমান, আজাদ। বাদী রোকেয়া বেগম জানায় তার মেয়ে মারজানের গলা, কান ও হাতের ২ ভরি স্বর্ণালংকার ও ঘরে সুকেসের ড্রয়ার খুলে ৪০ হাজার ৭ শ’ টাকা নিয়ে যায় এবং ইতিপূর্বে বসত ঘরে অগ্নিসংযোগ, টিউবওয়েলের ভিতর মলমূত্র দেয়াসহ নানা ক্ষতিসাধন করে ওই হামলাকারীরা। তিনি এ ঘটনা ও পূর্বাপর বিভিন্ন ঘটনার সু-বিচার চান।

The post মনোহরগঞ্জে প্রবাসীর পরিবারের উপর অতর্কিত হামলা appeared first on Comillar Barta | দেশ সেরা আঞ্চলিক অনলাইন পত্রিকা.



from Comillar Barta | দেশ সেরা আঞ্চলিক অনলাইন পত্রিকা http://ift.tt/2yURpIY

October 19, 2017 at 08:06PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top