রাঁচি, ২২ সেপ্টেম্বরঃ শুধুমাত্র আধার কার্ড না থাকায় অনাহারে ঝাড়খণ্ডের সিমডেগা জেলায় ১১ বছরের বালিকা মৃত্যুর মূল্য দিতে ঝাড়খণ্ডে রেশন নিতে আধারকার্ডের বাধ্যবাধকতা তুলে নিল ঝাড়খণ্ড সরকার।
উল্লেখ্য, কিছুদিন আগে ঝাড়খণ্ডের সিমডেগা জেলায় এক বালিকা অনাহারে মারা গিয়েছে। এক এনজিও-র মাধ্যমে বিষয়টি নজরে আসে সকলের। বালিকার পরিবারের অভিযোগ, আধার কার্ড না থাকায় তার পরিবারকে রেশন দেওয়া হয়নি। বিষয়টি প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে তদন্ত হয়। এরপর আজ রাজ্যের গণবণ্টন মন্ত্রী সরযূ রায় কেন্দ্রীয় সরকারের নির্দেশ দেখিয়ে একটি নির্দেশ পাশ করেছেন, যাতে বলা হয়েছে, রেশন তুলতে গ্রাহক আধার ছাড়াও যে কোনও পরিচয়পত্র জমা দিতে পারবেন।
মন্ত্রী আরও জানিয়েছেন, ৮ ফেব্রুয়ারি কেন্দ্র আধার কার্ড সংক্রান্ত যে নির্দেশ দিয়েছিল, তাতে রেশন কার্ডের সঙ্গে আধারের সংযুক্তিকরণের কাজে গতি আনার জন্য। তবে তার মানে এই না যে, আধার না থাকলে রেশন থেকে বঞ্চিত করা হবে। আধার কার্ডের সঙ্গে লিংক না করানোর ফলে ঝাড়খণ্ডে বাতিল হওয়া সাড়ে ১১ লক্ষ রেশন কার্ডের পুনর্মূল্যায়নেরও নির্দেশ দেওয়া হয়েছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2xXhrWM
October 22, 2017 at 07:12PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন