নিজস্ব প্রতিবেদক ● আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান এডভোকেট মো. আমিনুল ইসলাম টুটুল বলেছেন, সন্তান যাতে খারাপ পথে পা না বাড়ায় সেজন্য অভিভাবকদের সতর্ক থাকতে হবে। সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে, ঠিকভাবে স্কুলে কিংবা কলেজে যাচ্ছে কি না এসব নজরে রাখা অভিভাবকের কর্তব্য। পড়া-লেখার নামে কোন অপকর্ম বা মাদকের ছোবলে পড়ছে কি না সেদিকে নজর রাখতে হবে।
অপসংস্কৃতি চর্চা ও অপব্যবহার রোধে স্কুলে পড়ুয়া শিক্ষার্থীদেরকে স্মাটফোন থেকে দূরে রাখতে হবে। শিক্ষকরা ক্লাসে যে সব দিক নির্দেশনা দিয়ে যাচ্ছে সে অনুযায়ী পড়ছে কি না? এসব বিষয় আপনী নজরদারী রাখলে তাহলে আপনার সন্তান কখনো বিপথগামী হবে না। আইন প্রয়োগ করে নীতিবোধের শিক্ষা দেয়া সম্ভব নয়। পরিবার থেকেই নৈতিক শিক্ষাটা প্রথমে দিতে হবে। জঙ্গিবাদে জড়িত যেসব তরুণ ধরা পড়ছে তাদের অনেকের পারিবারিক বন্ধন অনেক শিথিল। যেসব তরুণ মাদকের সঙ্গে জড়িত তাদের অভিভাবকরাও সন্তানের দিকে তেমন নজর দেন না। অথচ সামাজিক অবক্ষয় রোধে পরিবার এবং অভিভাবকের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।
বৃহস্পতিবার আদর্শ সদর উপজেলার কালির বাজার ইউনিয়নের ধনুয়াইশ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানন্নোয়ন ও ইভটিজিং প্রতিরোধ এবং অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান এডভোকেট মো. আমিনুল ইসলাম টুটুল এসব কথা বলেন। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি হাজী ফজলুল হক মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ইকবাল হাছান, কালির বাজার ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব সেকান্দর আলী। স্বাগত বক্তব্য রাখেন ধনুয়াইশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু দিগন্ত চন্দ্র পাল বিদ্যালয়ের সহকারী শিক্ষক মামুনুর রশিদের উপস্থাপনায় এসময় আরো বক্তব্য রাখেন জেলা আ’লীগের নির্বাহী সদস্য কাজী মো.খোরশেদ আলম, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ ইউনূছ, ব্যাংকার সামছুল হক।
The post ‘শিক্ষার্থীদেরকে স্মার্টফোন থেকে দূরে রাখতে হবে’ appeared first on Comillar Barta | দেশ সেরা আঞ্চলিক অনলাইন পত্রিকা.
from Comillar Barta | দেশ সেরা আঞ্চলিক অনলাইন পত্রিকা http://ift.tt/2yV542z
October 19, 2017 at 07:54PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন